আমাদের কথা খুঁজে নিন

   

পড়ে যাওয়া...............(1)

আমার এই জীবন কাঁথায় গেথে চলেছি অনবরত নানান রঙের স্বপ্ন

যমুনা সেতু দেখার পর আমরা গ্রাম দেখতে বের হলাম....ঢুকে পড়লাম এক জনের বাড়ি। সেখানে একজন মহিলা টিউবওয়েল এর পানিতে হাড়ি পাতিল ধুতে ছিলেন...আমরা তার অনুমতি নিয়ে ভিতরে ঢুকলাম,তারপর টিউবওয়েল সামনে বসলাম আর আমাদের বিদেশী ফ্রেন্ডটাকে বললাম কল চাপতে... ও কল চাপলো আমি হাত দিয়ে পানি খেলাম...ফ্রেন্ডটা বললো হাত দিয়ে এভাবে পানি খেতে নাকি মজা আছে....আমি তখন হাতে পানি নিয়ে ওর মুখে ছিঁটালাম...তখনি হঠাৎ করে হাড়ি পাতিলের উপর গিয়ে পড়লাম.....আমার হাত দুটো কাদাঁয় ভরে গেল..... আমাদের ফ্রেন্ডটা আর আমার বোনতো কান্ড দেখে হাসতে লাগলো.... কেমন লাগে বলেন......??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।