আমাদের কথা খুঁজে নিন

   

= সহযাত্রী

কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com

রোদ্দুরের পর রোদ্দুরগুলো হেঁটে আসছিল এদিকেই আমি দারুন তিয়াসী এক, মরিচীকাপায়ী শতাব্দী মরুচারী। নিবন্ধ প্রহরে কাঁপে যুগের কঙ্কাল স্থিত এই অন্তঃপুরে বসবাসে মহাকাল হাতের চার-চারটি আঙুলের ছায়ায় খুঁজে ফিরি জীবনের মরুদ্যান কেবলি ঝাপটা আসে, সাইমুম থেকে পথ হারা বিচ্ছিন্ন টুকরো বাতাস ক্লান্ত দু'বাহু, দু'হাঁটু কাঁপায় লুপ্তেরা প্রায় চেতনা চিবায়। শকুনের দৃষ্টি থেকে ঝরে লোলুপ লালা'র বৃষ্টি দাবদাহের উল্লাসে কান্তারের নিমগ্ন প্রাণ খোঁজে ওহীর জীবন্ত দেহ-প্রাণ, রঙে রঙিন মনন; এই বিয়াবানে আজ জীবনের প্রয়োজন বিগত-জগত-অনাগত আত্মার স্পন্দন। কি লেখ কবি তুমি ছায়াময় দেশে আয়েশী উমের হাওয়ায়; কতকাল জেগে আছে বারুদে জ্বলা দেহ, বিজয়ের ভুমি ঐ ধূসরিত চোখে ইথারে-কবরে গুমরিত সুর কান্নার থেকে থেকে মৃদু আহবান জান্নাহ'র। লালিত স্বপ্নেরা আকাশের রঙে নীল, ভিজতে চায় এখন করুণার বৃষ্টিতে দেহের পরে দেহ রুয়ে রুয়ে, প্রাণ-নির্যাসী সার দিয়ে আর রক্ত সেচের সিঞ্চনে; আমার সম্পূর্ণ নিয়ে খুশী হও প্রভু সোনালী ভোরের পিয়াসী এ প্রাণ তবু। মিঠা পানির শীতল জলের দিঘী নেই, নেই দীঘল বটবৃক্ষের ছায়া একখানি মন দাও অনুগত, শান্ত, স্বপ্নীল, সুন্দর, শ্রেয় পৃথিবী হতে অনন্ত মায়ায়। 26.08.2006 শেষ প্রহরের আকাশ তলের রাত, রাবওয়া, রিয়াদ, সৌদি আরব। ছবির জন্য [link|http://www.maroc-desert-montagne.com/desert.jpg|K

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।