- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -
[গাঢ়]শর্মী[/গাঢ়]
আজকের এই সোনা ঝরা দিনে
বদ্ধ ঘরে বন্দি হয়ে রইব না।
প্রকৃতির এমন সাজসাজ রবে
পায়ে শেকল পড়ে আর থাকব না।
দরজা খুলে বাইরে এসে,
পাখির ডানায় ভেসে ভেসে,
ছুটে যাবো অচিন দেশে,
বারণ আমি আজ আর মোটেও শুনব না।
যেথা আছে রোদের মিঠে আলো
উড়িয়ে নেওয়া শীতল বাতাস বইবে এলোমেলো
মিষ্টি সুরে গাইবে পাখি আমায় ভেসে ভালো,
সেথায় আমি যাব চলে; কেউ কখনো জানবে না।
সেথা রাশি রাশি রঙিন ফুলের মিষ্টি সাদা হাসি
সৌরভের সি্নগ্ধতায় ভরবে আকাশ-বাতাস
নীল আকাশটা আরো নিচে এসেও করবে আসি আসি
বলবে আমায় একটু হেসে, রও বর্ষমাস।
রয়ে যাব সেথায় আমি; আমি বিনা কেউই রইবে না।
সেথা নরম সবুজ ঘাসের উপর পড়বে হীরার কণা
নীল নদীটার হিম ঠান্ডায় জুড়ারে দেহ-প্রাণ,
পূর্ণিমার রূপালী চাঁদটা কাছে এসে আমার
সুরেলা কন্ঠে সুমুধুর সুরের সাথে মিশে যাব আমি-
আর কোনদিন ফিরব না \
.............................................22.08.2002
[ইটালিক] কবিতাখানা আমার লেখা নয়। আমার খুব প্রিয় একটি মানুষের লেখা। [/ইটালিক]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।