আমাদের কথা খুঁজে নিন

   

গেল উল্টে

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

পূর্ণ বিকেল সূর্য হেলছে ঐ দিকে যে দিকটার নাম পশ্চিম। অপরিপক্ক একটা পুকুর দীঘল অতি, দাঁড়িয়ে এ পড়ন্ত বেলা পুকুর পাড়ে স্বচ্ছ জল অতি দেখা যায় স্পষ্ট কাদা, পাথর আর যত খুঁটিনাটি। সূর্য এখনও রাঙেনি রাতুল রং এ উজ্জ্বল আলো তার তীব্র এখনও , স্বচ্ছ জলে তাই স্বচ্ছ প্রতিবিম্ব আমার সাথে পাশের দোতলা বাড়ী, একটা নারকেল গাছ, একটা মেহগনি চারা ফুট তিনেক উঁচু। সব দুটো দুটো জলের ভেতর একটা আর একটা বাইরে, জলের ভেতর নেই কেবল বাইরের আলোকিত চাদর আর একটা গোলাকার সূর্য। অনেকক্ষণ পর ... সন্ধ্য শেষ , ঘন রাত।

গোলাকার পৃথিবীতে বৃত্তাকার কিছ পথ মাড়িয়ে আবার আমি সেই দীঘল পুকুর ধারে দোতলা দালানের উল্টো পাড়ে আকাশের সীমারেখায় সূর্য বিলীন। চাঁদের একচিলতেও আজ মৃত। দোতলার একটা জানালায় কৃত্রিম আলো। স্বচ্ছ জলে চোখ তাকালো। অদ্ভুত দৃশ্য এখন, আমি নেই ,গাছ নেই নেই আশেপাশের পূর্ণমাত্রা কোন বস্তু।

শুধু প্রতিচ্ছবি------ দোতলার সে জানালার আলো আর অন্ধকার আকাশ অন্ধকার জলে। মনে মনে হাসি, বিকেল আর রাত এরই মধ্যে পৃথিবীর সব নিয়ম যেন গেল উল্টে। [আন্ডার]17/02/06[/আন্ডার]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।