আমাদের কথা খুঁজে নিন

   

আই উইল কাভার ইউ স্লিপিং চাইল্ড . . . . .

যদি নির্বাসন দাও.................................................................. আমি ওষ্ঠে অঙ্গুরী ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাবো! বিষণ্ন আলোয় এই বাংলাদেশ নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ- এ আমারই সাড়ে তিন হাত তুমি।

25 আগস্ট। আজ আমার একমাত্র বোনের একমাত্র সন্তান অর্থাৎ আমার একমাত্র ভাগ্নের প্রথম জন্মবার্ষিকী। এরকম আনন্দঘন মুহুর্তগুলিতে কেন জানি আমার কাছে থাকা হয় না। ওর জন্মের সময়ও আমি অফিসিয়াল কনফারেন্সে যোগ দিতে ঢাকায় ছিলাম। দু'মাস যখন ওর বয়েস তখন আমি দেশান্তরী। আজও আমি দূরদেশ থেকে শুধু ফোন করে আনন্দ উপভোগের কৃত্তিম চেষ্টা করলাম নাকি দায়িত্ব পালন করলাম তা নিজেও জানিনা! তবু আজকের এই দিনে একটা কবিতা উপহার দিলাম পৃথিবীর সব শিশুদের যাদের আমরা আজো সুকান্তের কবিতার মতো জঞ্জালমুক্ত বাসযোগ্য পৃথিবী উপহার দিতে পারিনি। [গাঢ়] অনিন্দ্য [/গাঢ়] সুন্দরের প্রতীক্ষা --------------------------- আগন্তুক! তুমি কি জানো বেদনার রং আছে? তুমি কি জানো কষ্টেরও ভাষা আছে? হৃদয়ের গহীনে যে ক্ষত তাতেও সুখ আছে? আত্মদানের মাঝে মহামিলনের আনন্দ আছে? তুমি কি জানো বর্বরের মাঝে প্রেম আছে? হতাশায় আশা আছে? শ্বাপদের প্রাণেও ভয় আছে? উদ্ধতের মাঝে বিনয় আছে? আগন্তুক! তুমি কি জানো প্রতীক্ষার শেষ আছে? তুমি কি জানো প্রাপ্তির গৌরব আছে? অতল সাগরের অনন্ত জলেরও তল আছে? অসীম নীলিমারও চিহ্নহীন সীমারেখা আছে? তুমি কি জানো পৃথিবীর জমাট কষ্ট আছে? সাতটি তারার সাত রং আছে? মানুষের বুকে প্রেম আছে? দু'চোখে আগামীর স্বপ্ন আছে? আগন্তুক! তুমি জানবে সবই, শিখবে সবই- তোমার মাঝে নবীন আশা নবীন স্বপন- এইতো আমাদের কামণা। পৃথিবীর সব সুন্দর ভর করুক তোমার দু'চোখে- তুমি হয়ে ওঠো অনিন্দ্য সুন্দর ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।