আমাদের কথা খুঁজে নিন

   

এ আওয়াজ কার ?



নিজ দেশেই আজ পরবাস। এখন ডেকে ওঠে শকুন। এক অশুভ বাতাস ঘনিযে আসছে। ভারী হয়ে আসছে চারপাশ । এত আওয়াজের মধ্যে কেমন যেন নীরবতা।

ধুসর হয়ে আসছে স্বপ্ন। যারা স্বপ্ন দেখতে ভালোবাসে তাদের মাথা আজ খড়গের নীচে। অ জিহবা নিয়ে যেতে চায়। কথা বলার অধিকার কোথায় । কাল হবে স্বপ্ন দেখার উপর খড়গহস্ত।

মস্তিস্ক নিয়ে যাবে নাকি? নাকি নিয়ে যাচ্ছে? নিয়ে যাবে কি আমাদের সকল স্বপ্ন দেখার অধিকার ? এ আওয়াজ কার ? নি:শব্দে হেসে চলেছে ইয়াহিয়ার দল শকুন উড়ছে বাংলাদেশের আকাশে নাচছে আজ মুন্ডধারি রক্তের খায়েশ মেটেনি মেটেনি রক্ত ক্ষুধা মানচিত্র কে দেখে সে রেখা? স্বাধীন পতাকা খেয়ে ফেলেছে খাচ্ছে দেশটাও ইয়াহিয়ারা হেসে যায় দেশটা চলছে আজ তাদের কথায় ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।