আমাদের কথা খুঁজে নিন

   

ড. জাফর ইকবালের জিহ্বা কেটে নেওয়ার হুমকি দিয়েছে শিবির ক্যাডাররা-কি আপনার মন্তব্য ???

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

জনপ্রিয় লেখক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কল্ফিঙ্উটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. মুহল্ফ্মদ জাফর ইকবালের জিহ্বা কেটে নেওয়ার হুমকি দিয়েছে ছাত্রশিবির ক্যাডাররা। বুধবার দুুপুরে শাবি ক্যাল্ফঙ্াসে শিবির ক্যাডাররা এ হুমকি দেয়। এ সময় তারা ড. জাফর ইকবালকে অকথ্য ভাষায় গালিগালাজ ছাড়াও তাকে তার কক্ষ থেকে বের করে দেওয়ার চেষদ্বা করে। বহুল আলোচিত ভিসি প্রফেসর ড. মোসলেহ উদ্দিন আহমদের অনুগামী ছাত্রশিবির ক্যাডারদের এ রকম আচরণে হতবাক হয়েছেন সবাই।

ঘটনার প্রতিবাদে প্রগতিশীল শিক্ষকরা সব কার্যত্রক্রম থেকে বিরত থাকার সিদব্দানস্ন নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের 5 জন ডিন ঘটনার প্রতিবাদে চ্যান্সেলর বরাবর বিকেলে পত্র দিয়েছেন। ছাত্রবিহীন শাবি ক্যাল্ফঙ্াস গত 3 মাসে দখলে নেয় ছাত্রশিবির ক্যাডাররা। একের পর এক বিতর্কিত কর্মকা ের পর সর্বশেষ ভিসির ইল্পব্দনেই খ্যাতনামা শিক্ষকের ওপর শিবির ক্যাডারদের লেলিয়ে দেওয়া হয়েছে বলে প্রগতিশীল শিক্ষকরা দাবি করেছেন। এ ঘটনায় গোটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, ছাত্র, কর্মকর্তা, কর্মচারীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

জানা গেছে, দুপুরে যখন ড. জাফর ইকবাল তার বিভাগের অফিস কক্ষে বসা ছিলেন তখনই শাবি ছাত্রশিবির সভাপতি এটিএম শরিফুল আমিন সুমনের নেতৃত্বে প্রায় 20 জন ক্যাডার সেখানে যায়। তারা কক্ষের ভেতরে ঢুকেই ড. জাফর ইকবালকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে তারা তার (জাফর ইকবাল) জিহ্বা কেটে নেওয়ার হুমকি দেয়। ড. জাফর ইকবালের কক্ষে শিবির ক্যাডাররা অবস্ট্থানকালে ড. উজ্জ্বল কুমার ভৌমিকসহ আরো 3 শিক্ষক উপস্টি্থত ছিলেন। এ সময় শিবির ক্যাডারদের সঙ্গে জাফর ইকবালের বাকবিত-া হয়।

বাকবিত-ার এক পর্যায়ে শিবির ক্যাডাররা ড. জাফর ইকবালকে কক্ষ থেকে বের করে দেওয়ার চেষদ্বা চালায়। এ খবর ক্যাল্ফঙ্াসে ছড়িয়ে পড়লে প্রগতিশীল বলয়ের শিক্ষক ড. মুহাল্ফ্মদ ইউনুসের নেতৃত্বে 10/12 জন শিক্ষক তাৎক্ষণিক সেখানে পেঁৗছেন। শিক্ষকদের উপস্টি্থতিতে শিবির ক্যাডাররা গালিগালাজ করতে করতে কক্ষ থেকে বেরিয়ে যায়। এ ঘটনার আগে সকাল সাড়ে 10টার দিকে শিবির ক্যাডাররা বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান ড. জয়নাল আবেদীন ও সহযোগী অধ্যাপক ড. আখতারুল ইসলামের কক্ষে ঢুকে তাদেরও গালিগালাজ করে। একইভাবে তাদের জিহ্বা কেটে নেওয়ার হুমকি দেয়।

দুপুর 12টায় এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষকরা শাবি রেজিসদ্ব্রার জামিল আহমদ চৌধুরীর সঙ্গে দেখা করে পরিস্টি্থতি সল্ফঙ্র্কে অবহিত করেন। শিক্ষকরা রেজিসদ্ব্রারের কাছে তাদের পর্যাপ্টস্ন নিরাপত্তা দাবি করলে রেজিসদ্ব্রার নিরাপত্তা প্রদানে অপারগতা প্রকাশ করেন বলে প্রগতিশীল শিক্ষকরা জানিয়েছেন। তবে রেজিসদ্ব্রার এ বিষয়টি অস্ট্বীকার করে জানিয়েছেন, শিক্ষকদের অভিযোগের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ঊধর্্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। অপরদিকে প্রগতিশীল শিক্ষকরা ঘটনার প্রতিবাদে ক্যাল্ফঙ্াসে সভা করেন। সভায় তারা ভিসির পদত্যাগ দাবি করে বলেন, ভিসির ইল্পব্দনে ছাত্রশিবির বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে।

তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষদ্ব করে চলেছে। তারা বলেন, ভিসি মোসলেহ উদ্দিন পদত্যাগ না করা পর্যনস্ন তারা কোনো কার্যত্রক্রমে অংশ নেবেন না। আজ সকাল 10টায় ক্যাল্ফঙ্াসে এ ঘটনার প্রতিবাদে র্যালি সমাবেশ করার ঘোষণা দিয়েছেন তারা। বিকেল 4টায় বিশ্ববিদ্যালয়ের 4 ডিন এ ঘটনায় জরুরি বৈঠকে বসেন। বৈঠকে উপস্টি্থত ছিলেন ড. মুহল্ফ্মদ জাফর ইকবাল, ড. হাবিবুল আহসান, জয়নাল আবেদীন ও অধ্যাপক রেজাই করিম খন্দকার।

বৈঠকে তারা ভিসির পদত্যাগ দাবি করে চ্যান্সেলর বরাবর একটি পত্র দিয়েছেন। এতে তারা উপাচার্য মোসলেহ উদ্দিন আহমদের পদত্যাগ দাবি করেন। এছাড়াও এ উপাচার্যের অধীনে আর কোনো প্রশাসনিক কাজ না করার কথাও চ্যান্সেলরকে জানিয়ে দেন। একই সঙ্গে বুধবারের ঘটনা সল্ফঙ্র্কেও চ্যান্সেলরকে অবহিত করা হয়েছে। শাবি ছাত্রলীগ ও ছাত্র সংগ্রাম পরিষদ এ ঘটনার নিন্দা জানিয়েছে।

আন্দোলনে নামছে ছাত্রীরাও ক্যাল্ফঙ্াসে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে এনে ক্লাস শুরুর দাবিতে এবার আন্দোলনে নামছে ছাত্রীরাও। বুধবার দুপুরে শাবির প্রায় 400 ছাত্রী ভিসি বরাবর স্ট্মারকলিপিতে আলটিমেটাম দিয়ে বলেছে, 27 আগসদ্বের মধ্যে ক্যাল্ফঙ্াসে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে এনে ক্লাস শুরু না হলে সাধারণ ছাত্রীরা কঠোর আন্দোলন কর্মসহৃচি ঘোষণা করবে। সংগ্রাম পরিষদ বুধবার নগরীর মদিনা মার্কেট থেকে মিছিল নিয়ে ক্যাল্ফঙ্াস অভিমুখে রওনা দিলে বিডিআর ফটকে পুলিশি ব্যারিকেডের মুখে পড়ে। এ সময় তারা রাস্টস্না অবরোধ করে বিডিআর ফটকে সমাবেশ করে। সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র সংগ্রাম পরিষদের সমন্বয়ক হাবিবুর রহমান সেলিম।

বক্তব্য রাখেন ইশতিয়াক আহমদ চৌধুরী, আবদুর রকিব বাবলু, ইলিয়াছুর রহমান ইলিয়াছ, পীযহৃষ কানস্নি দে, শামীম মজুমদার, মোহাল্ফ্মদ জাহাঙ্গীর আলম, জাহিদ সারওয়ার সবুজ, মনিরুজ্জামান সেলিম, সেলিম আহমদ সেলিম, আবদুল লতিফ রিপন, শামসুল ইসলাম মিলন, ইস্টেস্নজা চৌধুরী মনি প্রমুখ। বেলা 1টায় ছাত্রশিবির শাবি প্রেস ক্লাবে সংবাদ সল্ফ্মেলনে 4 দফা দাবি উপস্ট্থাপন করেছে। দাবিগুলো হচ্ছে_ অবিলল্ফ্বে সব বিভাগে ক্লাস চালু, সেমিসদ্বার ফাইনাল পরীক্ষার তারিখ ঘোষণা, শামীম হত্যাকা সহ সব ঘটনার বিচার বিভাগীয় তদনস্ন, ক্ষতিগ্রস্টস্নদের ক্ষতিপহৃরণ প্রদান এবং বিশেষ ব্যবস্ট্থায় 4র্থ বর্ষ 2য় সেমিসদ্বারের পরীক্ষা গ্রহণ করা। সংবাদ সল্ফ্মেলনে উপস্টি্থত ছিলেন শাবি ছাত্রশিবির সভাপতি এটিএম শরিফুল আমিন সুমন, আল আমিন হোসেন, হিরাদ আলী, আরমান উদ্দিন প্রমুখ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।