আমাদের কথা খুঁজে নিন

   

দূর পাহাড়ের গল্প



কেউ কি কখনো শুনেছেন এমন মানুষের কথা যে দাবি করতে পারে যে সে সুখে আেছ? মনে হয় না। কারণ এমন মানুষ মনে হয় আসলে নেই। আর কেউ যদি আসলেই বলতে চায় সে সুখী, তাহলে সে হয়ত নিজেই নিজেকে cheat করছে। এমন মানুষ গুলো মনে হয় আসলে সবচেয়ে দুখী। সম্ভবত খুব একা মানুষদের মধ্যে এই attitude টি দেখা যাবে।

যেমন ছিল আমার মাঝে। নিজের একাকিত্ব আড়াল করার প্রবনতা থেকেই হয়ত এই attitude। যে সবার মাঝে নিজেকে cheer up রাখতে চায়। কিন্তু যখন ই সে crowd থেকে বেরিয়ে আসে, সে আবিষ্কার করে, সে কত একা। সবার জন্য বোঝা সম্ভব ও নয় এই একাকিত্ব।

এর মাঝে নিজের শূন্যতা টি বড়ই বেশি feel হয়। তবুও তো সবাই বাঁচতে চায়, এই শূন্যতা কে অতিক্রম করে। এই তো জীবন \

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।