আমাদের কথা খুঁজে নিন

   

বোকাবুলি-6( হার্ভি ক্রাম্পেট এর ফ্লাডিং নাকি ওগুলো)

বুদ্ধিমানের নরকের থেকে বরং বোকার স্বর্গে বাস অনেক বেশী ভাল। কিন্তুসেই কত কাল ধরে স্বর্গের দরজায় দাঁড়িয়ে আছি। আজও খুললনা।

আড়াল হতে চোখে পড়েনা ধরা। তাই দেখিনাই হার্ভি ক্রম্পেটের একলাইনের ভীত নাড়ানো কমেন্টস গুলান।

আলোতে এসে দর্শন পরিপুষ্ঠ করে মুগ্ধ সরোবরে স্নান হলো বোকাই এর। কিন্তু একি এক এক লাইনের এক একটা মধুর আচার এর স্বাদ নিতে প্রতিবার খুলিতে হয় একটি একটি পোষ্টের দুয়ার। এ যে তীব্রফ্লাডিং। মাত্রা মেথিলেটেড স্পিরিেিটর 94% ইথাইলের কম না। এক পোষ্টে 5টি করে ছেড়ে দিলে কি সুবিধাটাই না হতোভ।

কড়াইতে চপ ভাজার সময় একটা একটা করে কেউ তেলে ছাড়েনা। কেন বলুন তো................. সময় তেল বাচানোর হিসেব কষে সারা জীবন অঙ্কে ফেল করা বান্দাও। হার্ভি কেন বুঝলনা? [link|http://www.somewhereinblog.net/harvieblog|

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।