আমার ব্যক্তিগত ব্লগ
বাসায় ঢুকলেই ভাগ্নে আগে হাতের দিকে তাকায়। ওর জন্য কি আছে। হাতে কিছু না থাকলে চেহারার দিকে আর তাকানো যায়না। আবার মিষ্টি গলায় বলে, কি আনছ? কিছু আনলে না কেন আমার জন্য? এরপর নিয়ে আসবে।
বুঝতে পারছিলাম না, রোজ রোজ কিভাবে নতুন একটা জিনিস নিয়ে ঢুকবো।
তারপর শুরু করলাম, একবারে এক প্যাকেট ক্যান্ডি কেনা। রোজ একটা করে নিয়ে ঢুকি।
কিন্তু বাচ্চারা কখনও বোকা হয় না। ও ধরে ফেলল, রোজ একই জিনিস আনে, নিশ্চয়ই ঘরে পুরো প্যাকেট আছে। আমার ঘরে ঢুকে বলে চকলেট দাও।
উদ্দেশ্য মহান, আমি কোথায় প্যাকেট রেখেছি সেটা দেখা। আমি বললাম, মোটেও না, ওটা বাইরে থেকে যখন ফিরি, তখন পাবে।
শেষের বার কিনেছিলাম প্রান ম্যাংগো ক্যান্ডি। দেশীয় পণ্য কিনে হই ধন্য। কিন্তু ভাগনে ধন্য হলো না।
2 দিন পরেই বলল, এটা আর না, নতুন অন্য রকম আনো।
বিরক্ত হলাম, বললাম যা দিব তাই খাবে, না হলে নাই। মহারাজও কম যান না। একদিন হাতে দেবার পর বলল, খাব না। আমি বললাম বেশ, আজ থেকে চকলেট আনা বন্ধ।
যা বলা তাই করা। এখন মাঝে মধ্যে আনি। যেদিন আনি তারপর দিন আবার খেয়াল করে কিছু আনলাম কিনা। আমি সরাসরি বলি, আজ কিছু নেই। ও বলে, কেন? আমার সোজা উত্তর রোজ রোজ এক জিনিস তো আনতে পারিনা।
তাই মাঝে মাঝে পাবে। ও চুপ করে থাকে। ভালো, বাস্তব মেনে নিতে শিখুক। দুনিয়া এতো সোজা না।
ওর জন্য কেনা সেই প্রান ক্যান্ডি এখনও শেষ হয়নি, আমি মাঝে মধ্যে ক্ষুধা লাগলে, বা হঠাৎ মাথা ব্যাথার ট্যাবলেট খেতে হলে আগে একটা ক্যান্ডি খেয়ে নেই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।