কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com
আমি স্বপ্নের পর স্বপ্ন গেঁথে যাই
আমি দু'চোখের কোণে লালিমা এঁকে যাই
অণুক্ষনের গাঁথুনীতে ইট; স্বপ্ন প্রাসাদ সাজাই
আমি এক আকাশের স্বপ্ন দেখে যাই।
যেখানে থাকবে যার অধিকার তাকেই ফিরিয়ে দেয়া
মানুষে মানুষে শ্রদ্ধা-মমতায় থাকবে না ভেদাভেদ
গগনে গগনে চন্দ্র-তারারা বসবাসে একসাথে
শ্রেষ্ঠরা গায় জীবনের গান সে আসমান থেকে নেয়া।
এইখানে এই বুকের কোঠায় বাস করে মহাকাল
বিশ্ব-ভুবন চরাচর যত সৃজনের মানিক্য-প্রবাল।
আমি স্বপ্নের রঙে বদলাতে চাই এই পৃথিবীর রূপ
বৃষ্টির কাছে শিখেছি কান্না, ঝর্ণায় অবিরাম পথচলা
পাহাড়ের কাছে সংকল্পে অটল, নদীতে গতিময়তা
আমি ধরনীর কাছে দায়বদ্ধ দিতে স্রষ্টার স্বপ্নরূপ।
জীবনের কাছে আর সকাল-সাঁঝে আমার কিছু নেই পাওনা
শান্ত পৃথিবী, শান্তির সমাজ- আমায় স্বপ্নগুলো এনে দাও না।
19.08.2006
মদীনা মুনওয়ারা, সৌদি আরব।
ছবির জন্য [link|http://static.flickr.com/41/77236359_e74888cfe1_m.jpg|K
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।