আমাদের কথা খুঁজে নিন

   

= বরফ গলা শীতল সময়

কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com

অস্থির অঞ্চল ভেদী ফুঁড়ে উঠে হৃদয়ের চৈতালী হাওয়া কে জানে কেন যে বসন্ত আসে না এখনো এতদিনে...। শীতল তরঙ্গ কাঁপে এই ফুল ফোটা দিনে আর কোকিলের গানে জীবন এখানে ঝরা পাতা; শুনি অন্তরের মর্মর ধ্বনি অবচেতনার কানে; গত কালদের বিনিদ্র চোখের লালিমা পৃথিবীকে ঝাপসা দেখায় স্পন্দনের কান পাতা শব্দেরা হাতুড়ী পেটায় বুকের ঝুলানো ঘন্টায়। সাম্পানের তির তির তরঙ্গ কাঁপে না ক্ষয়িষ্ণু বরফ গলা জলে ঝড়ের রাত্রিতে জানালার পর্দা ছিঁড়ে আসে না হিমাদ্রির দীর্ঘশ্বাস, ঝাড়বাতির বিচ্ছুরিত আনন্দ আলোকে নিশুতি প্রহরের গন্ধ প্রকট ঐশ্বর্যের তেপান্তরে বিষ-নিঃশ্বাসী আমাকেই খুঁজে ফেরে ফিসফাস! আলো-অাঁধারিতে পথ চলা মুসাফির; বুকে জড়াতে চাই টুকরো আলোক হৃদয় থেকে দিগন্তের শেষে নিঃসীম সীমানায় আর অপ্রান্ত অজানায়, দৃষ্টির নির্কম্প স্থিতি অম্লান অপেক্ষমান- এক জোড়া আলোকের তিথি নিরবে নিরবে হাসি, নিশ্চিত-নিভৃতে কাঁদি পাওয়ার অতৃপ্ত বেদনায়। 18.08.2006 মদীনা মুনওয়ারা, সৌদি আরব। ছবি ঃ দৃষ্টির ছায়া (আপন ক্যামেরা)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।