আমাদের কথা খুঁজে নিন

   

গু খাও - চামচ রাখ না

ছাত্রজীবনের কথা - কয়েক বন্ধু মিলে আড্ডা দিচ্ছি। এক বন্ধু সিগারেট খাবে বলে অনেকক্ষন ধরে হাতে সিগারেট নিয়ে আছে। ম্যাচ নেই। কয়েকজনকে জিঞ্জেস করলো - "ভাই ম্যাচ আছে?" এভাবে বেশ কিছুক্ষন চলল কিন্তু ম্যাচ মিলল না। কিছুক্ষন পর আরেক বন্ধুর দেখা।

সিগারেট হাতে আমার বন্ধুর প্রশ্ন: "দোস্ত মা্যাচ আছে?" উত্তর এলো - "গু খাও - চামচ রাখ না?" সিগারেট হাতে আমার বন্ধু নির্বাক। অনেককেই সিগারেট ছাড়ার অনেক চেস্টা করতে দেখি। সিগারেটে কুতসিত সব ছবি দিয়েও নিরুতসাহিত করা হয়। কিন্তু কখনও এমন তীব্র সমালোচনা বা ভর্তসনা শুনিনি সিগারেট সম্পর্কে। যদিও পুরা ঘটানাটাই ছিল বন্ধুদের মধ্যকার পারস্পরিক খুনসুটিমাত্র।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।