আমাদের কথা খুঁজে নিন

   

তার নাম মুছে যেন না যায়।



তাজউদ্দিন আহমেদ ! তিনি বাংলাদেশের ইতিহাসে এক অনন্য পুরুষ । যার নেতৃত্ব ছিল পুরো স্বাধীনতার যুদ্ধে। এভাবেই তাকে মূল্যায়ন করলে তাকে পুরো বুঝা যাবে না । বাঙ্গালীর ছয় দফার সঙ্গে তিনি ছিলেন । পুরো আন্দোলনে তিনি ছিলেন।

তিনি ছিলেন তার নেতার ছায়া সঙ্গী । তার বুদ্ধিবৃত্তিক চেতনা ছিল আর অনেকের চেযে আলাদা । নেতার ছায়া সঙ্গী হয়ে থাকলেও , তার যে আলাদ নেতৃত্ব গুণ ছিল তা প্রমান হয়ে গেছে 1971 এ , পুরো সময় ধরে নানা প্রতিকুলতায় তিনি দক্ষ হাতে সমাল দিয়েছেন সকল ষড়যন্ত্র। বাঙ্গলার এই জয় তারও গৌরব গাঁথা। কিন্তু তিনি নিজেই তা দাবী করেন নি ।

তার নেতার হাতেই সপে দিযেছেন সমস্ত কৃতিত্ব। অথচ স্বাধীন দেশে ষড়যন্ত্রকারীর তাকে দুবার মেরেছ্। ে প্রথমে তাঁর রিরুদ্ধে তার নেতাকে উত্তেজিত করে । দ্বিতীয় বার জেলখানায় । যারা তার সাথে নিহত হয়েছেন তারা সবাই ক্ষমতায় ছিলেন ।

শুধু তিনি তখন ক্ষমতা থেকে অপসারতি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হবার পর, ভোল পাল্টে নিয়েছেন অনেকেই । তিনি পাল্টান নি । ইতিহাসে স্বাধীনতার ঘোষনা নিয়ে বির্তক হয় । কিন্তু পুরো স্বাধীনতার সময় যে লোকটি আরেকটি দেশের মাটিতে বসে একটি দেশ পরিচলনা গুরু দায়িত্ব পালন করে সফল হলেন তাকে নিয়ে কোন আলোচনা হয় না।

কারন তিনি মাহা মানব হয়ে উঠার চেষ্টা করেন নি । তিনি তার নেতার অনুগত দেখেছেন। তিনি দেশকে স্বাধীন করার চেষ্টা করেছেন, কিন্তু বাড়ী গাড়ী করার কথা ভাবেন নি । তিনি দক্ষ কমর্ী ছিলেন , কিন্তু তিনি কোনভাবেই একজন দক্ষ তৈল মর্দনকারী হতে চেষ্টা করেন নি । আমরা কি এত টুকু বুদ্ধি দিয়ে বিচার করতে সম নই যে একটা দ প্রশাসন ছাড়া কোন ভাবেই আমাদের দেশ স্বাধীন হতো না ।

একটি ঘোষনা আমাদের যতখানি উজ্জীবিত করেছে যদি আমরা সেই অনুপ্রেরনা ধরে রাখার জন্য কোন রসদ না পেতাম তাহলে কতদিন এই যুদ্ধ চলতো । স্বাধীন দেশের আমরা কি তাকে যথাযথ মূল্যায়ন করি? রাজনীতির খেলায় একটি দল তাকে হয়তো মূল্যায়ন করতে আগ্রহী না । কিন্তু তার নিজের দ? যেহেতু দলের নেতা দেবতার মতো , তাই দেবতার আসন যদি টলে উঠে সেই ভয়ে তারা তাকে তার প্রাপ্য আসন দিতে চায় না । কিন্তু তারা তাকে না দিলে কি হবে , নেতার জীবিত অবস্থায় যেমন তিনি তাকে ছায়ার মতো অনুসরন করেছেন , নেতার মৃতু্যর পরও তিনি নেতাকে অনুসরণ করেছন । তিনি তার জীবন দিয়ে প্রমান করেছেন তিনি ছিলেন বাংলার এক সত্যিকারের মানুষ ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।