দেখেন এখন মফিজের দাম এলা বেশী । তাক তোমরা সবাই কও স্বৈরাচার, কিন্তু এলা তাক ধরি তোমরা সবাই নাচেছেন? কিন্তু কেনে ? তাক কইলেন তায় স্বৈরাচার? তাক গদি থাকি আন্দোলন করি নামাইলেন। এলায় আবার তারই হাতে পায়ে ধরি তাক রাজী করান । কন মোর বাড়ীত আইস। হামার দেশতে এক প্রবাদ আছে ।কয় শেয়ালের সাথে শেয়ালের বন্ধুত্ব, স্বৈরাচারের সাথে মিলি যাছেন কেন ? স্বৈরাচারের তো লজ্জা শরম নাই? তোমারও কি নাই বাহে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।