আমাদের কথা খুঁজে নিন

   

লুই বুনুয়েলের বেলে দ্য জু

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

1967 সালে লুই বুনুয়েল বেলে দ্য জু বানিয়েছিলেন জোসেফ ক্যাসেলের উপন্যাস অবলম্বনে। এই ফিল্মের মূল চরিত্রে অভিনয় করেছেন ফ্রেঞ্চ অভিনেত্রী ক্যাথেরিন ডেনেউভ। সেভরিন সুন্দরী এক নারী। এক ডাক্তারের সাথে তার বিয়ে হয়েছে।

কিন্তু স্বামীর সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক ফিল করে না সে। নিজের যৌনজীবন নিয়ে তার মধ্যে নানামুখি অ্যাডভেঞ্চারিজম কাজ করে। সংসারের বদ্ধতা থেকে বেরিয়ে যেতে চায়। এক বন্ধুর সাহায্যে সে এলিটদের এক ব্রোথেলের খোঁজ পায়। নানা দ্্বিধা-দ্্বন্দ্বের পর সেখানে কাজ শুরু করে।

তার নতুন নাম হয় বেলে দ্য জু। সিনেমার মাঝে মাঝে আছে সেভরিনের বেশ কয়েকটি দুঃস্বপ্নের দৃশ্য। যৌনতা, ফ্যান্টাসি, উত্তেজনা আর অপরাধবোধ নিয়ে তৈরি জমজামাট বুনুয়েল আয়োজন। ফরাসি এলিট সামজের গহীনে লুকানো অ্যাডভেঞ্চারিজমের এক রূপ বেলে দ্য জু। কেউ কি বাসুদের ভট্টাচার্যের আস্থা দেখেছেন? রেখা ও ওম পুরী অভিনীত ওই সিনেমাটা বেলে দ্য জু থেকে মেরে দেয়া।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।