www.nahidlink.com
[রং=ৎবফ]বলেই মানুষ নাকি কবি হয়, শিল্পী হয়, গায়ক হয়,নায়ক হয়। জীবনানন্দ দাশ হাজার বছর ধওে পথ হেঁটেছেন বনলতা সেনের খোজে। মহাদেব সাহার কবিতা জানান দেয়-ভালবাসার চেয়ে উৎকৃষ্ট চাওয়া পৃথিবীতে নেই। কবিগুরু রবীন্দ্রনাথ লিখেছেন- [গাঢ়]আমার পরাণ যাহা চায় তুমি তাই, তাই গো, তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, নাইগো... [/গাঢ়]। আমাদের জাতীয় সংগীতেও ভালোবাসাকে জীবন্ত রেখেছেন কবিগুরু [গাঢ়]আমার সোনার বাংলা,আমি তোমায় ভালবাসি..।
[/গাঢ়] [/রং]
[রং=নষঁব]মাটির মানুষ ছবিতে নায়িকা অনোয়ারা ভালোবাসেন আলমগীরকে, আলমগীর ভালোবাসেন শাবানাকে; পরিণতি উল্টাপাল্টা ঠেকলে সুবীর সুবীর নন্দীকে নিয়ে প্লেব্যাক করানো হয় আলমগীরের ঠোটে- [গাঢ়]বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গন্য হলাম... [/গাঢ়]। সম্ভবত নির্মম ছবিতে আঁখি আলমগীর গেয়েছিলেন-[গাঢ়]জনম জনম আপন করে রাখবো তোমায়, তুমি শুধু তুমি যে আমার, ভালবাসি বলো একবার... [/গাঢ়]। জবাবদিহি ছায়াছবিতে নায়িকা মানিকবেদী কর্তৃক অবহেলার শিকার ফেরদৌস, চমৎকার এ আবহে কুমার শানুকে দিয়ে উপস্থাপনা করা হয়- [গাঢ়]ভালোবাসো আর নাইবা বাসো, আমি তোমায় ভালোবেসে যাবো.... [/গাঢ়]। [/রং]
[রং=মৎববহ]এতোসব কবিতায়, গানে অভিনয়ে ভালোবাসার যে পরিচিতি ফুটে ওঠে, সেটা আবেকেই প্রমানিত করে। অথর্াৎ পরিণতির কথা চিন্তা করে ভালোবাসা হয় না।
সম্ভবত এ কারনেই সৈয়দ আব্দুল হাদী গেয়েছেন- [গাঢ়]ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলামা না, আশায় আশায় দিন যে গেলো, আশা পূরণ হলো না.... [/গাঢ়]। কবিতা, গান, অভিনয় থেকে ভালোবাসার চুম্বক অংশটুকু তুলে এনেছি তোমার জন্য। আমি তোমাকে ভালবাসি। ভালোবাসি বলেই ওপরের কবিতা, গান তোমাকেই শুনাতে উন্মুখ আমি। ভালোবাসি বলেই- সাগরিকা ছবিতে গাওয়া কুমার শানুর [গাঢ়]হ্নদয়ের মাঝে তুমি, আছো; এ বুকের মাঝে কেনো পাইনা [/গাঢ়]।
ও আমার ভালবাসা আমার বুকে ফিরে এসো, তুমি ছাড়া আর কিছু চাই না। ..... তোমাকে নিবেদন আমার, জানি তুমি জানবে, বুঝবে না আমার এই আকুতি। [/রং]
বিঃ দ্রঃ- সংকলিত ও পরিমার্জিত
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।