আমাদের কথা খুঁজে নিন

   

[সাইজ=4]সকল মুসলমান ভাই বোনকে আমার সালাম ।[/সাইজ]

যখন যেমন, তখন তেমন

[সাইজ=3] যুগে যুগে যারা সত্য ধর্ম ইসলামের সাথে শত্রুতা করে এসেছে, তারা কেহই রেহাই পাননি মহান রাব্বুল আলামিন আল্লাহর আজাব থেকে । এসবের প্রচুর নিদর্শন আজও বর্তমান যা মহান আল্লাহ বান্দাদের জন্য রেখেছেন শিক্ষনীয় করে, যেমন আবু লাহাবের মমি । সেই সরকমই আরেকটা খবর আজ আমি আপনাদের দিতে যাচিছ । আপনারা নিশ্চয় ভুলে যাননি কিছু দিন আগে ডেনমার্কের এক শিল্পি এই জগতের মহান আদর্শিক নেতা হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যাঙ্গ চিত্র অংকন করে ছিল । সেই ব্যাক্তি মারা গেছে জীবন্ত দগ্ধ হয়ে ।

আর সারা বিশ্ব তা জেনে ফেলুক তা চায়নি ডেনমার্ক সরকার । তাই তারা খবরটি চেপে যাওয়ার চেষ্টা করে । কিন্তু সত্য কখন চাপা থাকে না । আর মহান আল্লাহর প্রিয় বান্দার বিরুদ্ধে এমন অপবাদ আল্লাহইবা সইবেন কেন ? আল্লাহ আমাদের ভুল ত্রুটি মাপ করে তার পথে চলার তোওফিক দান করুন । আমিন ।

[/সাইজ]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।