আমাদের কথা খুঁজে নিন

   

= চঞ্চল মন তোমারি অপেক্ষায়

কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com

একদিন তুমি ছিলে অন্ধত্বপ্রিয়দের একজন রক্তের উৎকট দুর্গন্ধ আর দুহিতার আত্মচিৎকার মাটির পুতুলে নিহত প্রাণ এবং পবিত্র ভূমির জৌলুস; অজানার ভয়ে আতংকিত প্রতিটি দিন-রাত; তবু এই আবর্জনার আড়াল ফুঁড়ে বেরিয়ে আসতো তোমার নির্লজ্জ অহংকার; হিংস্র ঐতিহ্য প্রীতি। তারপর আকাশের বুক ফেটে নেমে এলো আলো যার যা ছিল আলোক-ধারণে ঘটি-বাটি-গোলা সে-ই নিল দু'হাতে কুড়িয়ে যত ঐশী নির্যাস। তুমি উঠে এলে, সম্মানিত হলে, মুকুটে মুকুটে সুন্দর বিমুগ্ধ বিশ্ব-চরাচর খুঁজে পেল গন্তব্য পথের দিশারী সহস্রাব্দ থেকে বিচ্ছুরিত রশ্মি ছোটে ধ্বংস পূর্ব ক্ষণে। আধারগুলোর অধিকাংশই এখন ফুটো হয়ে আছে মরমে বিদগ্ধ মন কাঁদে সন্ধ্যার আলো-ছায়ায়, কোথায় সেদিন; কোথায় সুদিন; প্রতিবাদী প্রতিদিন আমরা চলছি পরিচয় ভুলে কোন সে অলীক মায়ায়। ধারকেরা এখন অপেক্ষমান চমৎকারের, আমিও হতে চাই চমৎকৃত কর্মবিমুখ পাটকাঠিতে ঝুলে আছে নামের সমূহ নামীয় ফলক, স্বপ্নেরা ক্লান্ত এখন বিষণ্ন চোখে চোখে; অপুষ্ঠি তাদের শরীরে মনে যুগের হায়েনার পিপাসার্ত হলে এখানেই দেখে রক্ত-ঝলক। কালের কালিমা মুছে তুমি জেগে উঠবে একদিন; আমি নিশ্চিত সেদিনের অপেক্ষায় রৌদ্রতপ্ত দাহে আর কাঠিন্য শিলায়, প্রান্তরে-বনান্তরের নির্জনতায়, স্রোতের বিপরীতে শীষার বাঁধ নির্মাণে জীবনের তরে আমৃতু্য সাধনায়; আমি চঞ্চল তোমারি অপেক্ষায়! 16.08.2006 মদীনা মুনওয়ারা, সৌদি আরব। ছবির জন্য [link|http://www.omsakthi.org/cards2/gfx/muslim_skyarch.jpg|K

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।