কথা বলছিলাম আল্লাহর সাথে।আমি তাকে বললাম -আমি আমার সীমাবদ্ধতা মেনে নিয়েছি- তুমি মানছো না কেন?
উত্তরে আল্লাহ বললেন আমি অসীম...
আমি বললাম - যদি তুমি না হও, মানবে?
তিনি আবার বললেন: কোন সীমাতেই আমাকে বেধে রাখা যায় না-
আমি বললাম - 70 হাজার পর্দা তোমার জ্যোতিকে মানুষের চোখ থেকে আড়াল করে রাখে - এটা কি তোমার জ্যোতির একটা লিমিটেশন না? তাছাড়া 70 হাজার সংখ্যাটাওতো খুব বেশি নয়-
সমস্যা হচ্ছে এরপর থেকে সে আমার সঙ্গে যোগাযোগ করছে না....
(2001 সালের ডায়েরী উলেটাতে গিয়ে পুরোনো এই লেখাটি আবার ফিরে আসলো...)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।