যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
একটা গতিপথ এঁকে অশিষ্টের মত চেয়েছি
হকিং এর জটিল পুঁথিতে দিক চিন্থের মাত্রা জুরে
ছো্ট্ট চিরকুট কল মি হোয়েনএভার ইউ লাইক!
অপেক্ষায় এক চক্কর পৃথিবীর কক্ষপথ ঘুরে
কৃষ্ণগুহার গেটওয়ে খুঁজে টেক্কা দিতে চাই!
সেখানে বাস করা কোন কবিকে দেখি না
দেখি জমিদারী, গৃহস্থালী, কবির মরে যাওয়া
তার মাঝে দাঁড় টানি, বৈঠায় বেহাল স্রোত
গনত্দব্য সুনসান শূণ্যতায়, ণৈর্বক্তিক ধাঁধা!
আগস্ট 29, 2001
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।