আমাদের কথা খুঁজে নিন

   

Will you marry me?

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে. কি? খুব খুশি হচ্ছেন শুনে এই কথা? আপারা কতবার এই কথা শুনেছেন জীবনে? ভাইয়েরা আপনারা কতবার বলেছেন কি কথা? কিংবা বলবেন বলে ঠিক করেছেন? এই কথা শুনলেই মনে পরে কোন এক তরুনীর প্লেকার্ড হাতে দাঁড়িয়ে আফ্রিদীকে উদ্দেশ্য করে লেখাটির কথা। এইবার আসি আসল কাহিনিতে কি দিনকাল আইলো রে ভাই! আজকাল চারিদিকে বিয়ের সোরগোল শুরু হয়েছে। কিছুক্ষণ আগে একটা মেইল পাইলাম। তার বিষয়বস্তু হইলো Will you marry me? ওরে খোদা রে!! বুঝলাম বয়স তাহলে হয়ে এলো বিয়ে করার!! মেইল চেক করে বুঝলাম ২৬ বছরের এক তরুণী আমারে বিয়ে করতে ইচ্ছু্ক! যেনতেন পাত্রী নয় সে! Chartered Accountant সে! পরে বুঝলাম এই মেইল আসছে Shaadi.com নামের একটা ওয়েবসাইট থেকে। আমাকে তাদের মেম্বার হতে বলছে কিন্তু আবার আমার জন্য তারা পাত্রীও ঠিক করে ফেলেছে! (আম্মা তোমাদের আর কষ্ট করে হইবে না পাত্রীর জন্য ) তয় কতজনের কাছে এই একই প্রস্তাব গেলো তা জানতে পারি নাই। নিজেরে রাজা রাজা মনে হচ্ছে!! আহ! শান্তি! হাক মাওলা!!! খুব শান্তি পাইলাম গো!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।