যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
মনের মধ্যে যেটুকু আশা ছিল
সকালের আলো হাত পা মেলে বসায়
তাও শেষ হয়ে গেল
এক মুঠো রোদ বেশ তিকনো হয়ে জানিয়ে গেল
আলোর মাঝে ধুলোর চলাচল শুরু হয়ে গেছে
সতেজ মানুষগুলো কেমন তড়বড়িয়ে এগিয়ে যাচ্ছে
সন্ধ্যায় তাদের কপালে জমবে অবিশ্রান্ত ঘাম
নোনা স্বাদ পেঁচিয়ে কেউ কেউ হয়তো দীর্ঘ নিশ্বাস ফেলবে
আবার সকাল হবার আগে পেতে চাইবে দীর্ঘ একটা অবসর!
ঠিক সে কারণে কষ্ট ঘেটে এনেছিলাম পুরো দুইদিনের ছুটি
রবিবার পর্যন্ত বাসরীয় অবকাশের টিকিট
সাথে অনুরাগের ডায়েরীসিদ্ধ এক হাযার কবিতা।
শেষ পর্যন্ত কি নির্দয় বেকার পড়ে রইল আমার প্রস্তুতি
একটা শব্দেরও উষ্ণতা জমা পড়েনি প্রহরের পালায়
কেবল ঠান্ডা অপেক্ষার নিখাঁদ একঘেয়েমী
এক ব্যাগ হিম শীতল বরফ ফেরত দিয়েছে
আর যতটুকু দাড়ানো ছিলাম ততটুকু ভেঙে ভগ্নাংশ পেয়েছি!
সেপ্টেম্বর 26, 2001
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।