আমাদের কথা খুঁজে নিন

   

= স্বপ্ন এবং সাধনা

কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com

স্বপ্নের স্যৌন্দর্য হাতছানি দেয় বার বার কোন এক নিকট অদৃশ্য হতে মৃদুমন্দ ধ্বনি শুনি হৃদয়ের মাঝখানে কি জানি, এ হয়ত অন্য হৃদয়ের স্পন্দন হয়ত কোন অনাগত সাফল্য, কোন মহালব্ধের পূর্বাভাস বুঝি এই। মোহময় স্বপ্ন জড়িয়ে ধরে তখন সুগন্ধী বাতাসে জোৎস্নার প্লাবনে ভোরের কুয়াসায় আর মর্মের ভাললাগায়। স্বপ্নের এই স্বরূপ মানুষ হারাতে চায় না অনন্তকাল এই হল সাধনার শুরু। 12-02-2005 ইং, মদীনা মুনওয়ারা, সৌদী আরব। ছবির জন্য [link|http://www.coolscreens.com/graphics/dds200p.jpg|K

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।