কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com
'মন খারাপ' -মাথানিচু করে অনেককেই বলতে দেখি, ভাবনার অন্য কোন জগতে বসে লিখতে দেখি; বিষয়টাই যে এমন, শুনলেই নিজের মনের ওজনও আপনাতেই কয়েকগুণ বেড়ে যায়। তবে প্রচণ্ড রকমের ভাল লাগার মাঝে যদি কেউ হাবুডুবু খায় তখন, তাহলে বোধহয় তাকে এই 'ভাইরাস'টা খুব একটা আক্রমণ করতে পারে না আর করলেও মন ও মগজ পর্যন্ত পেঁৗছুতে পারে না।
আজ আমার মনটাও খারাপ। ক'দিন থেকেই খারাপ যাচ্ছে মনের অবস্থা, মাঝে মাঝেই বুঝে উঠতে পারি না- কেন মন খারাপ? কোন এক অজানা কষ্ট যেন বুকের ভেতর বাস করে, তার প্রতি দারুন অবহেলায় অবহেলায় একসময় ক্লান্ত হয়ে নিজেই ঘুমিয়ে পড়ে, কিন্তু জেগে উঠে কিছুদিন পর পরই। তখন প্রতিবারের মতই আমি ঠিক বুঝে উঠতে পারি না কেন মনটা এত খারাপ হলো।
আতিপাতি করে খুঁজে দেখি স্মৃতির ঘটিবাটি, শৈশব-কৈশরের ছেঁড়া-ফাঁড়া দিন-রাতগুলো, বর্তমানের রৌদ্র-ছায়ার ঘর্মক্লান্ত জীবন -কোথাও পাই না তাকে, যে আমার মনটাকে নিয়ে খেলছে অমন নিদারুন খেলা।
পুরোনো ধারাবাহিকগুলো শেষ করবো, হলো না। কবিতার পাতা খুললাম, ছন্দ এলো না। আদর্শ সান্ত্বনা হয়ে আছে জীবনের গতি আর স্থবিরতায়। আবেগী মনগুলো সবচেয়ে কাছে পায় যেন চোখ দু'টোকে, কি জানি কখন ঝরাবে বৃষ্টি, নামাবে বর্ষা; নির্জন একান্ততায়।
আনন্দ আর কষ্ট এখানে সমান সরল রেখা।
মনটাকে খারাপ দেখতে বা রাখতে চাই না কখনোই। তাই মন খারাপ হলে প্রথমেই হাতড়ে ফিরি আমার বর্তমানকে, যেখানে দাঁড়িয়ে আছি এখন; এই মুহূর্তে। ছুঁতে চেষ্টিত হই আনন্দ সময়। না পেলে চুপচাপ থাকি, কখনো চোখ বুঁজে, কখনো কল্পনায়, কখনো একদৃষ্টে তাকিয়ে।
ভবিষ্যতকে হাত বাড়িয়ে ধরতে চাই, দারুন সংকীর্ণ হাত আমার, নিজেকেই জড়িয়ে ধরতে পারি না ঠিক মত; তাই শুধু দৃষ্টিবান পাথুরে চোখে চেয়ে থাকি অনাগত সময়ের পথে পথে। রঙ-তুলিতে অাঁকতে চাই স্বপ্ন-স্বচ্ছতাকে, সানন্দ সাদা ক্যানভাস যে নেই তার; মনের কি আর ভাল হয়ে উঠা হয়?
অবশেষে ফিরে যাই অতীত দিনগুলোয়, শৈশবের একান্ত উল্লাসটুকু সযতনে রাখলে যে রোমন্থন করার মত আর কোন সুখস্মৃতি খুঁজে পাই না................।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।