আমার ব্যক্তিগত ব্লগ
আমি যখন ক্লাস ফাইভে পড়ি, তখন আমাদের নতুন হেডমিস্ট্রেস জয়েন করলেন, প্রচন্ড বদ মেজাজী। আমরা খুব ভয় পেতাম।
ক্লাস টেন এ আমরা বিদায়ী ছাত্রীরা একটা পিকনিক গেলাম (ট্র্যাডিশন)। সেটা ছিল হেডমিস্ট্রেসের রিটায়ার্ডের বছর। উনি তখন বেশ চুপচাপ ছিলেন।
খাওয়া দাওয়ার পর শুরু হলো খেলা। একটা বক্সে অনেক গুলো কাগজের টুকরো রাখা হলো। একজন একজন করে একটা তুলছিল, যার ভাগ্যে যেটা আসে, সে সেটাই করে দেখায়।
এক কন্যার উঠলো, "কাউকে নকল করে দেখাও"।
কন্যা হঠাৎ ভয়ানক স্বরে চেঁচিয়ে উঠলো, "এই, সব বান্দরের বাচ্চারা, মানুষের বাচ্চা হও, মানুষ হও"।
সবাই হো হো করে হেসে উঠলো, হেডমিস্ট্রেস অতি কষ্টে একটু হাসলেন, কারন ঔ মেয়ে অবিকল তাকে নকল করেছিলো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।