বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility
ভাগ্য পরীক্ষা করতে কেনা চায় তবে আমি কোন ভাগ্য পরীক্ষার কাহিনী বলছিনা, একবার গিয়েছিলাম , প্রাতার এ । যা ভিয়েনার প্রশিদ্ধ অনেকগুলো জায়গার মধ্যে অন্যতম।
দুই তিনটে বাচ্চার একটি ''আন্ডার এইট্টিন '' লাকি কাউন্টার এর পাশে দাড়াতেঁ দেখে, কিছুটা আকৃষ্ট হলাম , বৈকি । গেলাম কাছে, গিয়ে দেখি কয়েন মেশিন ,কিছু 50 সেন্ট অয়রো মুদ্রার জুয়ার মত মেশিন ।
কাজ কি ?? 50 সেন্টটি ফেলতে হবে জুয়ার মেশিনে ।
প্রচন্ড গতিতে একটি প্রপেলার এর মত কি যেন ঘুরছে । কয়েন টি ঐ ছোট্ট প্রপেলার এর সামনেই ফেলতে হয় (ফেলার জন্য একটি ছিদ্র আছে)সমস্যা নেই মেশিনটি কোন বিশেষ কাচেঁ
তৈরী এতে কয়েন মেশিনের কাচেঁর দেয়ালে ধাক্কা উপরের কিছু স্লট এ পড়ে এবং স্লটের পিছনে অনেক গুলি ধাতব পাত রয়েছে যা যান্ত্রিক ভাবে সামনে থেকে পেছনে যাচ্ছে নিয়মিত বিরতিতে ।
যদি 50 সেন্টটি ঐ যান্ত্রিক ধাতব পাতের সামনে পড়ে তাহলে স্লটে থাকা 50 সেন্টটির পিছনে ধাক্কা লাগবে এবং স্লট থেকে গড়িয়ে পড়বে । ভাগ্যে থাকলে অনেকগুলো পড়বে ।
আর যদি কয়েনটি অন্যান্য মুদ্রার উপরে পরে তাহলে কোন কাজই হবে না ।
আমি ছেলেদেরটা দেখে তো অবাক । 3 থেকে 4 ইউরোর মত দিতে দিতে এক সময 4 বা 5 ইউরো মুদ্রা আয় করে ।
ওদের এই কান্ড থেকে আমিও কেমন যেন ছেলে মানুষদের মত । তাই করতে লাগলাম । সম্পূর্ণ [সাইজ=6] 1 [/সাইজ] Euroগচ্ছা দিলাম ।
তারপর অন্যের খেলা দেখে দেখে দুধের সাধ ঘোলে মেটালাম ।
খেলাটা আমার কাছে জুয়ার মত মনে হয়েছে তাই একে জুয়া বলেই আখ্যায়িত করছি ।
*ছবিটি কাল্পনিক । এটা ঐ মেশিন নয় । তবে আকার প্রায় একই ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।