আমাদের কথা খুঁজে নিন

   

এই ক্ষেত্রে ধর্ম কি বলে ?

৫/১১২০১২ তে বাইরে থেকে কানের ভিতরে Otosclerosis , কানের ভিতরে ছিদ্র করে অতি খুদ্র একটি protheses বসিয়ে দিয়েছে। বলা হয়েছে ৬ মাস যেন সাবধানে থাকি। উচ্চ শব্দ পরিত্যাজ্য । ১১ তারিখে দেশে এসেছি । আজ আছরের পর থেকে আমার মহল্লার মাদ্রাসায় ওয়াজ শুরু হয়েছে এখনও চলছে।

একটা মাইক বেঁধেছে আমার বাসার ঠিক ১০ ফুট দূরে ইলেকট্রিক খুঁটিতে । আমার বাসা দোতালায় , ঠিক সম উচ্চতায় । এবার বুজেন। প্রতিটা শব্দের সাথে সাথে আমার কানের পর্দা কাপছে । পাগল হবার যোগার।

আমি ari proof headphone ব্যবহার করি কিন্তু সেটা ফ্যাক্টরিতে । কানে তুলা গুজে বসে আছি। অসহ্য হয়ে আমার বৃদ্ব শ্বশুর কে পাঠিয়েছিলাম । তারা বলে দিয়েছেন রোগীকে বলেন সোবহানাল্লাহ সোবহানাল্লাহ জপতে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।