আমাদের কথা খুঁজে নিন

   

[গাঢ়]টোকাই আমার গর্ব, টোকাই আমার আ হংকার[/গাঢ়]

আমার চিন্তা, আমার চেতনা, আমার অভিজ্ঞতা

[গাঢ়]এই ব্লগের কোন লেখার প্রতিক্রিয়ায় নতুন পোস্ট দিয়ে নিজের পোস্ট বাড়ানোর ইচ্ছে আমার কখনো ছিল না, এখনো নাই। কারো সাথে সম্পর্কস্থাপনেও আমার বিন্দুমাত্র আগ্রহ নাই (শুধু লেখালেখির ক্ষেত্রে; ব্যক্তিগত ক্ষেত্রে নয়)। তাতে আমার প্রগতিশীল চিন্তা ভাবনা, মত প্রকাশে বন্ধুকে খুশী করতে যেয়ে নিজের বিবেককে কবর দেয়ার সম্ভবনা থাকে। [/গাঢ়] [গাঢ়]তারপরও আমাকে নিয়ে পন্ডিতেরা যে রসালো কল্পকাহিনী রচনা করেছে তারই সূত্র ধরে আমার এই পোস্ট। কেউ আমার লেখায় মন্তব্য করল বা না করল সেটাও ক্ষেত্র বিশেষ (শুধু দুষ্টমি করার জন্য আইডিধারীদের) গুরূত্ব দেই না, দিব না।

[/গাঢ়] কৌশিক মারফত জানতে পারলাম টোকাই গতকাল নাকী এ্যাডালট ছবি পোস্ট করেছিল- ব্লগ এ্যাডালট মুক্ত করার বাসনায় । যা সত্যিই ছিল দুঃখজনক। প্রতিবাদের ভাষা হওয়া উচিত ছিল লেখনির মাধ্যমে। নোংরামিতে বরং নিজের অজ্ঞতাই প্রকাশ পায়। টোকাইয়ের আন্দোলনে কতর্ৃপক্ষেরও টনক নড়েছে।

যার বিরূদ্ধে আন্দোলন সেই নয়া বোকাইও বাধ্য হয়েছে তার গরম মসলা ব্লগ থেকে মুছতে। সে ক্ষেত্রে টোকাইয়ের জয় হয়েছে, হয়েছে আমারও। [গাঢ়]আমি এজন্য গর্ব করতেই পারি যে আমার সাজেশন মোতাবেক টোকাইয়ের সম্পূর্ণ ব্লগ মডারেটর মুছে নাই (মিথ্যাবাদী "তথ্য অনুসন্ধান" এর ব্লগ মুছার একমাত্র বিরোধিতাকারী আমার মন্তব্যের প্রেক্ষিতে)। আরও একটি কথা, পুরনো ব্লগারদের মনে থাকার কথা সর্বপ্রথম এই ব্লগের টার্মস এন্ড কন্ডিশন আমার আবেদনের প্রেক্ষিতেই রচনা করা হয় (ও..ইজে মনে আছে- অপ বাকের ধর্ম জ্ঞান বিতরণের বিরোদ্ধে আমার দৃঢ় অবস্থানের কথা?)। [/গাঢ়] সে যাক টোকাইয়ের কথায় আসি।

আপনাদের কি জানা নাই টোকাইগো পুলিশ দিয়া নিয়ন্ত্রন করা সম্ভব নয়? আর ওই (ভাষা ব্যবহারের জন্য ক্ষমাপ্রাথর্ী; টোকাই আপনাকে সম্মান করেই বলছি) মানে টোকাই যে কাজ গতকাল করছে তাতে ওকে র্যাবের বাপের চেয়েও ক্ষমতাশালী মনে হচ্ছে। ওরে স্যালুট দেয়া উচিত ছিল আন্নেগো। আন্নেরা তা করেন নাই। বেহূদাই ওরে ক্ষ্যেপাইছেন। কী বুঝাইবার পারলাম? হিতে বিপরীত খুব সহজে হয় না।

সুতরাং যে যেমন তার সাথে তেমন ব্যবহার করুন। শান্তরে ক্ষ্যেপানো সহজ, ঠান্ডা করা কঠিন। আমরা যে আসলেই হুজুগে বাঙ্গালী তা এখানেও বার বার তার প্রমান রাখছি। আবারও বলছি ওর নেংটা ছবি পোস্ট করা ছিল দুঃখজনক যার নিন্দা জানানোর ভাষা আমার জানা নাই। তারপরও টোকাইয়ের জয়ে আমাকে ভালো কিছু করার উৎসাহ যোগায়, যোগায় প্রেরণা।

[গাঢ়]টোকাইয়ের ব্লগ না মুছে মডারেটর বুদ্ধিমানের কাজ করেছে। মাথা মোটাগো এইটা বোঝা দরকার। [/গাঢ়] টোকাইয়ের পুড়ো ব্লগ মুছলে বরং সাইটটি পণের্াসম্ভারে ছেয়ে যাওয়ার সমূহ সম্ভবনা ছিল (একজনতো বলেই ফেলেছে তার পুরো হার্ড ডিস্ক নাকী সে আপলোড করবে!!!)। এতে আমার কোন ইন্ধন ছিল না। আমার প্রতিবাদ ছিল লেখায়।

আমার নিজে পোস্ট নিজে মুছায়। যাতে অন্যের কোন ক্ষতি না হয়। কেউ ব্যাপারটি সিরিয়াসলী নিয়ে অনাকাঙ্খিত কিছু করলে সেটার দায়ভার আমার উপর বর্তায় না। [গাঢ়]সাইটিতে কোনভাবে পণের্াগ্রাফির স্থান দিলে আমার ছোট ভাই বোনেরা এখান থেকে মুখ সড়িয়ে নিত। স্যামহোয়্যারইনকে জাতির কাছে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হতো।

আমরা হারাতাম প্রান দিয়ে ভালোবাসার একটি ব্লগ। আমরা কি তা চাই, না কখনো না। আমরা এই সাইটটিকে আমাদের হৃদয়ে স্থান দিয়ে ফেলেছি যে! বিনা বেতনে লিখে যাচ্ছি। সম্মিলন হচ্ছে লেখকের। তৈরী হচ্ছে লেখক।

একে একে তৈরী হচ্ছে এক একটি নজরকাড়া ইতিহাস। [/গাঢ়] আসুন নিজের বুদ্ধি দিয়ে নিজেই উপলব্ধি করি আমি এখানে কি পোস্ট করতে যাচ্ছি। কে তার পাঠক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।