আমাদের কথা খুঁজে নিন

   

ছবি দেখি গল্প লেখি-66

জুলাই সংখ্যা'06

ময়না খালিদ মুহাম্মদ মুজাহিদ ছোট্ট শিশু ময়না। ফুটফুটে চাঁদের মতো চেহারা। কথা বললে মনে হয় যেন সত্যিই ময়না পাখির মুখ থেকে কথা বের হচ্ছে। বাবা-মায়ের একমাত্র মেয়ে ময়না। একদিন তার বাবা তাকে একটি বই কিনে দিয়ে স্কুলে ভার্তি করে দিলেন।

স্যার কাসে এলে সবাই স্যারকে সালাম দিল। কাসের ভেতর স্যার বস্নাকবোর্ডে অ আ লিখছেন আর মুখে বলে দিচ্ছেন। তখন ময়না দেখল ঐ লেখাগুলো বইয়ের সাথে মিলে যাচ্ছে এবং স্যারের ঐ কথাগুলো তার মনে স্পর্শ করলো। ময়না বইয়ের সাথে ঐ লেখাগুলো মিলিয়ে নিল। যখন স্কুল ছুটি হলো তখন সে বাড়ি ফিরে এলো।

আসত্দে আসত্দে সন্ধ্যা ঘনিয়ে এলো। সন্ধ্যা বেলায় সে নিজেই পড়ার টেবিলে বসে স্যারের সেই কথাগুলো বইয়ের সাথে মিলিয়ে পড়তে শুরম্ন করলো অ আ। তার মা খাটের ওপর বসে লৰ্য করছিল আর আলস্নাহর শুকরিয়া আদায় করছিলেন। আরও যাদের গল্প ভালো হয়েছে এম রেশমা ফারিহা, মনিরামপুর, যশোর; এস বিনয় কিশোর নলনী, নাগেশ্বরী, কুড়িগ্রাম; মুহাম্মদ ইলিয়াস আলী, ঐ; মানজারম্নল আহমেদ নোমান, মান্দিয়া, ঝিনাইদহ; মো: মোসত্দাফিজুর রহমান, কচুয়া, চাঁদপুর; রম্নহুলস্নাহ, কুমারখালী, কুষ্টিয়া।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।