আমি আছি শূন্যতাই এসেছি শুন্য থেকে। তোমাদের কষ্টের ফসল! আমন নিয়ম কতদিন আর করবে পালন ? শরীরে আজ ভীষণ কষ্ট; মনেও উষ্ণতা পাই না আর কত দূরে ঠেলে দিবে ? নিঃশ্বাস এ দুর্গন্ধ ঝাপসা চোখ এতো পান করি তবু তৃষ্ণা না মিটে। আমি তৃষ্ণার্ত একটু জল কি দিবে ? বাস্ত পৃথিবীতে আজ আমি বর একা তোমরা ছিলে; আজ কেও নেই। বড্ড কষ্ট হয়; নষ্ট আমি উপরটা চকচকে ভেতরটা কুষ্ঠের বীজে ভরা বড্ড দুর্গন্ধ মনে তাই প্রতিদিন নতুন সুগন্ধি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।