আমাদের কথা খুঁজে নিন

   

গান শোনা যাবে না!!!!!!!!!!!!!!!



গান শোনা যাবে না!!!!!!!!!!! এ কি কথা!!!!!!!!!!!! গান শুনলে নাকি যৌন আসক্তি বাড়ে!!!!!!!!!!! পিটসবার্গের গবেষণা প্রতিষ্ঠান র্যান্ড-এর এক সমীক্ষায় এ বিষয়টি তুলে আনা হয়েছে । 12 থেকে 17 বছর বয়সী 1461 জন ছেলে-মেয়ের কাছ থেকে টেলিফোনে নেয়া সাক্ষাৎকারের ভিত্তিতে পরিচালিত এ সমীক্ষায় বলা হয়েছে, তরুণ-তরুণীদের মধ্যে যারা যৌন আবেদনময় গান শোনে না তাদের তুলনায় যারা এ ধরনের গান শোনে তারা আগেভাগেই যৌন সংসর্গে লিপ্ত হয় সমীক্ষায় আরো বলা হয়, পপ, র্যাপ, হিপহপ ও রক সঙ্গীতের মতো অত্যন্ত জনপ্রিয় গানগুলোতে যৌন আবেদনের রেশ থাকে আর এগুলোতে তরুণ-তরুণীরাই উদ্দিষ্ট। সমীক্ষকরা বলেছেন, এ গানগুলোতে যৌন বিষয়কে কেমন করে দেখানো হয় তার ওপর তরুণ-তরুণীদের আচরণ নির্ভর করে। সমীক্ষায় বলা হয়েছে, এসব গানে পুরুষকে যৌন তাড়িত ও মেয়েদেরকে যৌনতার প্রতীক হিসাবে দেখানো হলে এবং সেইসাথে যৌন সংসর্গের প্রকাশ্য উল্লেখ থাকলে তরুণ-তরুণীরা অনেক আগেভাগেই যৌনকর্মে জড়িত হয়। তরুণ বয়সী ছেলে মেয়েরা জানিয়েছে তারা অনেক নিম্নরুচির যৌনবার্তা সম্পন্ন গান শুনেছে যা অন্য ধরনের গানের তুলনায় মাত্র দু'বছরের মধ্যে যৌনকর্মে লিপ্ত হতে প্ররোচনা দেয়। এ ধরনের স্রোতার হার 51 শতাংশ। শীর্ষস্থানীয় গবেষক স্টিভেন মার্টিনো বলেছেন, ছেলেরা এসব গান থেকে ধরে নেয়, মেয়েদের পেছনে তাদের লেগে থাকতেই হবে কেননা তারাতো যৌনতার ধারক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।