আমাদের কথা খুঁজে নিন

   

কমন গ্লোবাল রিচুয়াল ডেভলপ হচ্ছে

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

কেউ কেউ খুব সহজে মানুষ চিনতে পারে। এটা একটা বিশেষ গুণাবলী। আমরা প্রশংসা করি। সে প্রশস্ত হয়। কখনও এই খুব সহজে চিনতে পারার ক্ষমতা সম্পন্ন মানুষগুলো ধরা খায়, বলে, আমি! শেষমেষ আমি চিনতে ভুল করলাম তাকে! আসলে মানুষ চিনতে পারার মত জটিল কর্মটি এত সহজে করতে পারাটা একটা ভাওতাবাজি ছাড়া আর কিছুই নয়।

মানুষ প্রতিনিয়ত নতুন ডায়নামিকস, ইভেন্ট ও অভিজ্ঞতায় পরিপুষ্ট হতে থাকে। মানুষের মেটামরফসিসটাই সত্যি - তাকে দেখতে হবে কনস্টান্ট চেইঞ্জ থেকে। মানুষের বিশ্বাস ক্রমশ পরিশীলিত বা উত্তরিত হয়, এটাই স্বাভাবিকতা। তবে কিছু রিচুয়াল নিয়মিত সারাজীবন পালন করলে বিশ্বাস একই থাকতে পারে, অ-অভিযোজিত। বিচার করার ভার আপনার, আপনি কি খোদার উপরে আপনার বিশ্বাস অটুট রাখতে চান? তবে পালন করুন আপনার ধমর্ীয় আচরণগুলো প্রথাসিদ্ধভাবে।

যদি দেখতে চান আপনার দেখা, জানা, বিশ্বাস এর ক্ষমতা কতটুকু শক্ত, অন্যের বিশ্বাসটাই বা কি, কি বা আছে অন্য পিঠে তবে আপনাকে বলয় ভাঙার যাত্রায় শামিল হতে হবে। যা আমাদের নৈতিকতা, বিশ্বাস, ধারণা, জ্ঞান তার সীমানা নির্ধারণ করে দিলে হবে না। যেমন কোন একটা ঘটনাকে আমরা বলে দিলাম এটা আমাদের নৈতিকতা বিরোধী, এই নৈতিকতার সীমারেখাটা কি? কিভাবে এটা আরোপিত হল। নিশ্চয়ই অতীতকাল ধরে ক্রমশ এর ব্যাপ্তি বেড়েছে। তাহলে নির্দিধায় ভাবতে পারেন, সামনে আরো এটা পরিবর্তিত হবে।

এতকাল সীমানা বেড়েছে অতি ধীর গতিতে - কারণ গ্লোবব্যাপী যোগাযোগটা ছিল অসাধ্য, অল্প। আর এখন একটা তারে কানেক্টেড বিশ্বের সকল দেশ, সব সংস্কৃতি, ভাষা, নৈতিকতা, ধর্ম। যার ফলে দ্রুত একটা গ্লোবাল কনসেপ্ট তৈরী হচ্ছে । যেখানে সব বিভিন্নতাকে স্বীকার করে সহাবস্থান নির্মিত হচ্ছে এবং একটা আরেকটার মধ্যে ঢুকে গিয়ে তৈরী হচ্ছে কিছু কমন রিচুয়াল। একসময় বিশ্ব এভাবে আরো ডাইনামিসিজম উপহার দেবে - একটা ক্লিকে আপনি দেখবেন আপনার পুরানো বিশ্বাস আর আগের দেহে নেই, সেখানে এখন ভিন্ন কেউ আসন গেড়েছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।