আমাদের কথা খুঁজে নিন

   

[রং=মৎববহ] [সাইজ=4] [ইটালিক] পুড়ছি মাগো [/ইটালিক] [/সাইজ] [/রং]

দু:খগুলো তো দূরেই ছিল, কিছুটা স্পর্শকরতে চেয়েছিল .......

[সাইজ=3] [ইটালিক] আজ আমি মনঃস্তাপে পুড়ছি, কাল কি হবে কেউ তা জানেনা। সারা রাত আনন্দ মাথায় রেখে প্রেম পত্র লেখা হলে কত রঙ্গীন স্বপ্নের ফানুস উড়িয়ে- প্রেমিকের গালে চুমু দিয়ে..... পরের দিন চিঠিটা দূর্ভাগ্যবশতঃ মায়ের হাতে পড়ল বজ্রপাতের মত তাকাল; অবশেষে দিয়াশলাই আগুনে ভালোবাসার প্রেমপত্র পুড়ে ফেলল- চিঠি পুড়ছে, ভালোবাসার রঙ্গীন কথাগুলো পুড়ছে মাকে বলার কিছু ছিলনা-তবু চুপিসারে বললাম কাল থেকে ঝরা শিউলি তোমায় কুড়িয়ে দিবনা ? আমি একটা ছেলেকে ভালোবাসলাম আর তুমি কি'না দুটো জীবনের মাঝখানে এসে দিয়াশলাইয়ে পুড়ে ফেললে! দুঃখের বিষয় পরের রাতে আর চিঠি লিখিনি কাগজে! আমাদের সমস্ত মিলন যেখানে পুড়ে ভষ্ম হলো মাগো, সেই পৃথিবী আমার কাছে আর সুন্দর নয় ! পুড়ছি মাগো, তুমি দেখ অগি্নতাপে নয়; বিবেকবোধে আমার পোড়া চোখ দেখে তোমার দু'চোখে যেন বৃষ্টিপাত হয় মাগো। [/ইটালিক] [/সাইজ]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।