আমাদের কথা খুঁজে নিন

   

... ফাইভ হানড্রেড মাইলস অ্যাওয়ে ফ্রম হোম ..

পুষ্প, বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ

If you missed the train I'm on You will know that I am gone You can hear the whistle blow a hundred miles. ... গান শুনি, তার সবই বাংলা গান। ইংলিশ গান খুব বেশি শোনা হয় না। অল্প কিছু, বাছাই করা। তার বেশিরভাগই পরিচিত, সবাই শোনে বা শুনেছে- এরকম। ফাইভ হানড্রেড মাইলস- এই গানটা খুব ভালো লাগে।

অঞ্জন দত্তের একটা গান আছে- মিষ্টার হল। [ইটালিক]... কানে বাজে এখনো পুরোনো সে পিয়ানোর সুরটা, নিকোটিনে হলদে হয়ে যাওয়া দশটা আঙুল... সারি বেঁধে দাঁড়িয়ে একশ মাইলের গানটা.... [/ইটালিক] ওখানেই এটা প্রথম শোনা। g~j MvbUv অনেক বেশি স্লো, অঞ্জনেরটার চেয়ে। এখন আমার কাছে মূল গানটাই আছে, অঞ্জনেরটা হারিয়ে গেছে- তবু, ওটাই এখনো ভালো লাগে, মনে মনে। ---------------------- And the land that I once loved is not my own Lord I'm one, Lord I'm two, Lord I'm three, Lord I'm four Lord I'm five hundred miles away from home ...।

দেশে কবে যাবো তার ঠিক নাই। অনেক রাতে কাজ থেকে বাসায় ফিরতে ফিরতে, কখনো ট্রাফিক লাইটে থেমে গিয়ে- নিজের মনে গুনগুন করে উঠি- লর্ড আয়্যাম ফাইভ হানড্রেড মাইলস অ্যাওয়ে ফ্রম হোম- । প্রিয় মানুষদের প্রতিদিন নতুন করে কথা দেই। এই জুনে আসবোই... জুন পেরিয়ে গেলে - এই ডিসেম্বরে- নিশ্চিত। একসময় ডিসেম্বর চলে যায়।

তাতে কি? ফেব্রুয়ারী আছে না? ... যাবো কি না জানি না, তবু, ভেবে রাখি। যাবো নিশ্চয়ই - ফেব্রুয়ারিতে - দেশে। Someday soon the tide'll turn and I'll be free I'll be free, I'll be free I'll come home to my country [ইটালিক]- 50 তম পোষ্ট- ছবি : কংকাবতীর তোলা, জায়গা- সম্ভবত ময়মনসিংহ । [/ইটালিক]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।