আমাদের কথা খুঁজে নিন

   

কে হবে জুলাই-আগস্ট মাসের লোচারাম?

আমরা সবাই লোচা আমাদের এই লোচার রাজত্বে

লুইস এখানে অনেক। সাধু আমি, অসাধু অনেক। তবে লজ্জার কিছু নাই। ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রেই লুইস। তবে লুইসগিরিরও সীমা থাকে।

কেউ কেউ সীমার ঐপারে যাইতে পারে না, কেউ কেউ সীমার এইপাশে আসতে পারে না। ওপারের লুইসদের থেকে মনোনীত করুন জুলাই-আগস্ট মাসের লোচারামকে। মানদন্ড নিয়া আর কী বলবো। আপনারা তো বুঝেনই। নমিনেট করেন।

পরে ভোটে একটা ফয়সালা হবে না হয়। লজ্জা করবেন না। সঙ্কোচেরই বিহবলতা নিজেরে অপমান। এই পোস্টে চুপিচুপি নাম জমা দ্যান।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।