আমি চলছি পথ একা,আমি চলব পথ চলব। যেথা মৃত্যু বিভীষিকা অবিরাম............বিপদ সংকুল পথ.........
কর্ণফুলী নদীর নাব্যতা ও বন্দর বাঁচানোর লক্ষ্যে ঝুলন্ত সেতু নিমর্ানের দাবী বিরোধী দলের। চট্টগ্রামের মেয়র বলেছেন,"ভিক্ষা করে হলেও ঝুলন্ত সেতু বানাব "। দক্ষিণ চট্টগ্রামেরসাথে যোগাযোগের জন্য কর্ণফুলী নদীর ওপর 3য় সেতুর প্রয়োজন এক কথায় অনস্বীকার্য।
এদিকে মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী বলেন,'বিরোধী দল ঝুলন্ত সেতুর নামে 3য় কর্ণফুলী সেতুকে ঝুলিয়ে দিতে চায়'।
তার বক্তব্য,বুয়েটের অভিজ্ঞ প্র্রকৌশলী সহ নদী বিশেষজ্ঞরা এক্সট্রাডোজড সিস্টেমের এই সেতু পৃথিবীর সর্বাধুনিক প্র্রযুক্তিনির্ভর হবে এবং বিশেষজ্ঞরা একমত এই সেতু নিমর্াণের ফলে পলি জমার কোন সম্ভাবনা নেই এবং নদী ও বন্দরের কোন ক্ষতি হবে না।
এহেন রাজনৈতিক রেষারেষিতে জনগনের লাভ-ক্ষতি কোথায় তা শুধুমাত্র জনগনই ভাল জানেন। জনগনের অভিমত ঝুুলন্ত হোক বা পিলার হোক বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের জন্য 3য় সেতু আজ সময়ের দাবী। রাজনৈতিক রেষারেষিতে সেতু নির্মানের বিলম্বতার বিরোধী জনগন।
সূত্র: দৈনিক পত্রিকা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।