যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।
16ই নভেম্বর
আমার স্নায়ুরা ভিডিও গেমের ত্বন্বীর মত টানটান
যেন মাউস নড়ালেই কোমর আর বুক থেকে বের করবে ঝাঁকে ঝঁকে
মাথা বাড়ানো নল
আমার বাসঘর, যার চার শীর্ষ যথার্থ যত্নের অভাবে ম্লান
এবং ফ্যাটের মালিকের বিবর্ণ হৃদয়ের জ্বলন্ত প্রতিরূপ
আমার চেয়ার, আহত ও হেঁচড়ে চলা কুকুরের মত একাকী,
বিষণ্ন ও বিকারহীন
আমার খাট, দেহের ভারে যেটা কিশোরী পতিতার
মত অসহায় ও নির্ভেজাল বিরক্ত
আমার উরু, মাহিন্দ্রা ট্র্যাকটরের পেছনের চাকার
মত নির্বোধ ও শিশ্নহীন
আমার চোখ, নেতিয়ে পড়া বাহুর মত লালসাময়
অত:পর ঝুলেপড়া স্তনের মত তরল
আমার ভাষা, দামী মেকাপের মতই আঠালো ও উজ্জল
যেন নখের আঁচড়ে বেরিয়ে পড়বে ভেতরের খসখসে ত্বক
আমার ফুসফুস, ইঁদুরে যেটাকে খেয়েছে রাশান পনির ভেবে
আর ফেলে গেছে কফের ঘোলাটে শেওলায়
আমার মগজ, বহুধর্ষিত জরায়ুর মত অনুভূতিহীন,জমাট
এবং বিদু্যৎহীন অন্ধকার
এদিকে আমার হৃৎপিন্ড, যেটি স্তব্ধ হয়ে গেছে
গত সহস্রাব্দের 16ই নভেম্বর থেকে
কারণ প্রথমবারের মত তুমি বিতাড়িত করেছ
সংযোগের আদিম অধিকার হতে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।