আমাদের কথা খুঁজে নিন

   

27 বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে

আমি চলছি পথ একা,আমি চলব পথ চলব। যেথা মৃত্যু বিভীষিকা অবিরাম............বিপদ সংকুল পথ.........

হৃদয় নিংড়ানো ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছেন পঞ্চগড়ের হাফিজউদ্দিন(75)। স্ত্রী বিয়োগের দর্ীঘ 27 বছর তিনি সহঅবস্থান করেছেন গোরস্থানের স্ত্রীর কবরের পাশে। নির্জন গোরস্থানে একা স্ত্রীর কবরের পাশে জীবিত লাশ হয়ে এভাবে সহ অবস্থানের এমন ঘটনা অত্যন্ত বিরল। হাফিজউদ্দিন 10 বছর বয়সে 1947 সালে দেশ বিভাগের 3 বছর পর 7 বছরের শুকুরী বিবিকে বিয়ে করেন।

দাম্পত্য জীবনের 12 বছর তাদের মধ্যে তৈরী হয়েছিল ভালবাসার ফল্গুধারা। এর মাঝে শুকুরী বিবি দেহ ত্যাগ করেন। অতৃপ্ত রেখে যায় তার প্রিয় সম্রাট হাফিজউদ্দিনকে। হাফিজউদ্দিনের বিশ্বাস তার স্ত্রী মরতে পারে না। শোকে পাথর ছুটে যান স্ত্রীর কবওে,ডাকতে থাকেন তার প্রিয় বিবিকে।

কিন্তু সাড়া মেলে না। নির্জন কবরস্থান ও প্রাকৃতিক দুযের্াগ তার ভালবাসার কাছে পরাজিত হয়েছে। পরজগতে বিবির সঙ্গে পুর্নমিলনে ব্যাকুল হাফিজউদ্দিন । দিন গুনছেন পরপারের পাড়ি জমাবার। বয়সের ভার ক্লান্ত হাফিজউদ্দিন অবশ্য আত্মীয়-স্বজনের অনুরোধে বাড়ী ফিরেছেন ।

বাড়ী ফিরলেও তিনি ঠাঁই নিয়েছেন বাড়ীর বাইরের একটি গাছ তলায়। তার কাছে স্ত্রীর সমাধি তাজমহলের চেয়েও বড়। সূত্র: দৈনিক পত্রিকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।