আমাদের কথা খুঁজে নিন

   

হাই টাইমস..

সব অভিমান আকাশের চেনা চেনা..

মন মেজাজ ভালো না। টরোন্টো যাওয়া ক্যানসেল করেছি। নটার সময় হাওয়া খেতে রওনা দিলাম সেন্ট ক্যাথরিনে। আইম্যাক্সে সিনেমা দেখার শখ থাকে সবসময়ই। তাই ঢুকে পড়লাম।

10টায় শো ছিল "জন টাকার মাস্ট ডাই", হাইস্কুল কমেডি। খারাপ লাগলো না। ফিরতি পথে একটা সুভেনির এর দোকানে উকি দিলাম। ঘটনা কি? সারি সারি কল্কি সাজানো, কাঁচের কল্কি, টিনের কল্কি, সিরামিকের কল্কি। ঘুরে দেখি দেয়ালে ঝোলানো তাকে ডজন ডজন বই।

বইগলোর শিরোনাম বাংলা করলে হবে, "সুখী জীবনের জন্য গাঁজা", "ঘরে বসে গাঁজার চাষ", "সব প্রশ্নের একটাই উত্তর, গাঁজা" ! বোঝার কিছু বাকি থাকল না কোথায় এসেছি। সাধক শঙ্কু থাকলে খুশিই হতেন। এসব ছাড়াও দোকানটায় আছে ঘরের প্লাগ পয়েন্টে গাজা লুকিয়ে রাখার যন্ত্রপাতি। সোজা কথায় ওয়ান স্টপ সলূশন । মুস্কিল হল আসল জিনিসটাই নেই।

নর্থ আমেরিকায় এ জিনিস বৈধ হবার কথা নয়। আমার সহকর্মীরা যখন নেদারল্যান্ডে গিয়েছিলেন, গাঁজার যাদুঘরে যেতে ভুল করেননি। ওদেশে মারিহুয়ানা লিগাল, তাই গাঁজা মেশানো পেস্ট্রি, চকোলেট থেকে শুরু করে গাঁজার ধোঁয়াভরা স্ট্র লাগানো পলিব্যাগ সবই পাওয়া যায়। হাই হতে চেয়ে মানুষ কতো কিছুই না করল। জয় ক্যানাবিস ইন্ডিকা! আমারই শুধু অজানা থেকে গেল।

পুনশ্চঃ দোকানটার নাম ছিল "হাই টাইমস"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।