দু:খগুলো তো দূরেই ছিল, কিছুটা স্পর্শকরতে চেয়েছিল .......
[রং=মৎববহ] [সাইজ=4] ত্রিদিব দস্তিদার [/সাইজ] [/রং]
[সাইজ=3] তোমার দিকে
ঘুরলে যতো লোক
নিখুঁত খাদে
হাতের মুঠোয় চোখ !
মন বাঁধানো
না চোখ ধাঁধানো
তোমার অহংকার
এক বয়সে তোমায় দেখি
অন্য বয়স
করে হাহাকার !
রূপ যেীবন
ছুঁতে তোমার
কোন ঋতুযে কাছের
পরাগ রেণুর প্রজাপতি
তোমার চলন মাছের।
তোমার দিকে
ঘুরলে যতো লোক ! [/সাইজ]
নিখুঁত খাদে
হাতের মুঠোয় চোখ !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।