আমাদের কথা খুঁজে নিন

   

বেশ কিছু ছায়াছবি



গত এক মাসে অনেকগুলো মুভি দেখলাম, অনেকগুলোই গত এক বছরে মুক্তি পাওয়া। আসলে আমাদের স্থানীয় ভিডিও-র দোকান মামুলী পয়সায় দিনে 3টা করে ছায়াছবি রেন্ট করার সুযোগ দিচ্ছে। একমাসে টার্গেট ছিল 60-70টা মুভি দেখব, শেষের দিকে খুব পরিশ্রম সাধ্য কাজ হয়ে যাচ্ছিল, মজা পাওয়া থাক দুরের কথা কবে এক মাস শেষ হবে সে অপেক্ষায় ছিলাম। তবে অনেকগুলো ভালো ছবিও দেখেছি। সবচেয়ে ভালো লেগেছে ভুটানের পটভুমিতে নির্মিত ট্রাভেলার্স এ্যান্ড ম্যাজিশিয়ানস, সবার কাছে হয়তো এত ভালো লাগবে না, আমার কাছে কেন জানি খুব ভালো লেগেছে।

ইদানিং খুব ভুটান, বার্মা , লাওস এসব দেশে বেড়াতে যেতে ইচ্ছা হয়। লোকমুখে শুনেছি মায়ানমারের শহর মান্দালয় দেখলে মনে হবে দুশ বছর পেছনে চলে এসেছি। সিনেমা হলে গিয়ে দেখলাম পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান। জনি ডেপের ফ্যান নই, তবে পাইরেটস দুটোই ভালো লেগেছে। হাসির সিনেমার মধ্যে 40 Years Old Virgin, আর ক্যাসানোভা দুর্দান্ত মনে হয়েছে।

ক্যাসানোভাকে নিয়ে আগেও কার্টুন, সিনেমা দেখেছি তারপরও সিয়েনা মিলার আর হীথ লেজারের এই চিত্রায়ন ভালো লাগতে পারে। চরম ফালতু মনে হয়েছে American Pie III, Yours,Mine and Ours। জেনিফার এ্যানিস্টনকে কখনই ভালো লাগে না, ফ্রেন্ডস নিয়মিত দেখেছি তারপরও ভালো লাগে না, Rumor Has It দেখেও সন্তুষ্ট হতে পারলাম না। উডি এ্যালেন কি হিন্দী সিনেমা বানানো শুরু করলো না কি, ম্যাচ পয়েন্ট দেখলে অন্তত তাই মনে হবে। কিছু ফ্রেঞ্চ এবং চীনা সিনেমাও দেখলাম।

ফ্রেঞ্চ সেমি-পর্ন অথবা R-rated মুভি আমার ভালোই লাগে। যেমন N

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।