প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।
ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।
তুমি এলে, এই সাদাকালো আটপৌরে জীবন হয় __ নীলনীল গান ;
শাফিক আফতাব................................................
তুমি এলে, রাতের আঁধার ভিজে গেলো সুবাসে__
কামনার ঘ্রাণে কোমল হয়ে গেলো রাতের বাতাস
আর সমুদ্র ফুসেঁ ঘন ঘন হতে থাকলো প্রকাশ
অগণন কোটি তারা উঠলো ভেসে আকাশে।
তুমি এলে, রক্তে বুদবুদ ওঠে__টগবগ করে যেন ফুটন্ত জল
শিরায় শিরায় কলকোলাহল
হাওয়ায় হাওয়ায় আর মেঘে মেঘে বাড়ে সম্প্রীতি__
তুমি হয়ে আসো আমার এক নব অতিথি।
চোখে মুখে চুলে আর মনের ভুলে তুমি তখন অনুগামী
আর বৃষ্টি ঝরাতে ভরপুর মেঘ চায় ফেঁটে যাওয়া মাঠ
একপশলা সফেদ জল তখন অমরার থেকে আসি নামি
তখন শেষ হয়__ সার্বজনীন সিলেবাসের পাঠ।
তুমি এলে এই সাদাকালো আটপৌরে জীবন হয় নীলনীল গান
এক ফুরফুরে অনুভবে, কলরবে পুলকিত হয় এই বিক্ষত প্রাণ।
১৬.০৯.২০১৩
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।