বুদ্ধিমানের নরকের থেকে বরং বোকার স্বর্গে বাস অনেক বেশী ভাল। কিন্তুসেই কত কাল ধরে স্বর্গের দরজায় দাঁড়িয়ে আছি। আজও খুললনা।
খেলা চলতেআছে জিম্ববুয়ের অরাজকতার দেশে এই মুহুর্তে। আমাগো সোনার ছেলেরা গামে ঘর্মাক্ত মাঠে।
শুসবার পারছি এক লিটা র পেট্রোলের দাম ওদেশের টাকায় 60,000। দোকান পাটে গেলে বস্তায় করে টাকা লইয়া যাইতে হয়। সে সুবাদে সব পেলেয়াররা ভি এখন কোটিপতি। এক ডলাএরই নাকি হয় পাচ ছয় হাজার ও দেশের টাকা। আর ও বেশী মনে হয়।
ভুলে গেছে সৃতি। তো যা কইবার লইছিলাম, হালার ওটো ওটো টাকার বারে পেলেযার গো মাথা গেছে বিগড়াইয়া। দেশ থোন যাবার সময় কইছিল সিরিজ জয়ের স্বপ্নের শিউরিটি । খেলার বর্তমানে যে কইন্ডশন. আজকেই স্বপ্ন হিমালয়ৈর দম্ভ ছূড়া হতে খসে নিচে নিচে পইরা যাইবগা, ইসরে কোমরে যে চোটটাই না লাগব পেলেয়ারগো। তবুও টাকার বস্তার ভাড়ী ওজনে বেশী নিচে পড়ে নাই।
লজ্জা লাগব না বোধহয় ওনাগো। কেন যে এত চিললাইছিল সিরিজ জিতবই। হালা গো সবটির মাথা য় দোষ।
>>>>>সন্ধ্যা 8:07টা BST
খেলার ফল 3য় ODI এরঃ
Bangladesh 206/9 (50 ov) Zimbabwe 164/3 (33.1 ov) Zimbabwe require another 43 runs with 7 wickets and 16.5 overs remaining
----------------------------------
BST 8:31 PM:
Bangladesh 206/9 (50 ov)
Zimbabwe 212/3 (41.3 ov
[সাইজ=7] শিরোপা জয়ের
স্বপ্নহলো মিছে [/সাইজ]
হেরেগেল আমাগো সোনার ছাওলরা । শেষ বলে আবার আগের দিনেরমতই যে ছক্কা একখান মারল না টেইলর মিয়া।
আগের দিনের চেয়েও বেশী জোড়ে। সে ছয়ে একবারে পর্বত চ্যুত হইয়া গেল আমাগো স্বপ্ন। হালার পুতেরা হারলো তয় এত বাজে ভাবে। আমাগো কি কথার দাম নেই, নেই লজ্জা।
সিরিজ জিতব না আমার বাল।
চেস্ট ও হারব বইলা সন্দেহ কি হইতাচেনা । ভাইবোনেরা কিকন?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।