জন্মোপার থেকে পৃথিবী হয়ে অনন্তে >>> ©www.fazleelahi.com
কষ্টের আগুনে জ্বলে নিশুতি প্রহর
কোলাহলে নীল হয় দিবসের রবি
থমকে যেতে চায় চলমান জীবন
তবু বেঁচে থাকে শিকলের কড়াগুলি।
অাঁকড়ে ধরে অঙ্েিজন, উত্তাপের আগুন
আগলে রাখে মাটি, পানি তার নির্যাস ঋণ,
অাঁতুড় ভেঙ্গে বেরিয়ে আসে নতুন সময়
হামাগুড়ি দিয়ে হিঁচড়ে চলে প্রাণান্ত দিন।
সব স্রোত চলে সাগরের অভিমুখে
খড়কুটো ভেসে চলে, ভাসে মহীরূহ
বিরুদ্ধ চলার গতি পায় আজন্ম বিদ্রোহী
সাহসের সঞ্চয় হাতে ছোটে উজানের পথে।
আসে ক্লান্তি, আসে কান্নারা বলে দাও-
তোমাদের আঘাতে আহত আমি শুধু
অবনত নই, প্রতিবাদী মনের শ্রান্তি নেই
গতির শব্দ হাসে অকলুষ ইথারে ইথারে।
01.08.2006
মদীনা মুনওয়ারা, সৌদি আরব।
ছবি ঃ সংগ্রিহীত; (অজানা)।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।