আমাদের কথা খুঁজে নিন

   

এও কি সম্ভব না কাকতালীয়

ঘুমিয়ে পড়ার আগে......

আমার খুব প্রিয় একটা মানুষের লগে যোগাযোগ নাই কয়েকদিন ধইরা. তাই মনটা ও খুব ভাল আছিল না এই কয়দিন.তার লগে শুধু নেট এই কথা হয়.কোন অসুবিধায় পরল নাতো.নাকি আমার উপর রাগ কইর আমারে অফ কইরা দিল .আরো কত হাবিজাবি চিন্তা.শেষে সিদ্ধান্তনিলাম শেষ বারের মত একটা মেইল দিমু. মাথায় যখন হাজার হাজার পোকা ঢুকে তহন পড়া লিখায় আর মন বসে না.তহন আমি কিছুন ধ্যান এ বসি.মাথা থেকে সব পোকা বাহির কইরা দি.আজকেও বসলাম.আগে সব পোকা বাহির কইরা দিলাম.তারপর ভাবলাম প্রিয় মানুষ টার সাথে যোগাযোগ করা যাই কিনা ট্রাই করি.চোখ বন্ধ কইরা মনে মনে তার বাসাই গেলাম.তার সাথে দেখা কইরা দিলাম ঝারি.তারে বললাম তুমি আমারে কষ্ট দিলা.যদি সত্যি সত্যি দেখা না কর তাহলে কইলাম একদম বিদায় হইয়া জামু. তারপর চোখ খুইলা নেট এ বসলাম দেখি সে অনলাইনে.তার পিসি নষ্ট ছিল বলে.আমর মাথা কিন্তু চক্কর দিয়া উটসে এও কি সম্ভব.এখন কন তো এইটা কিভাবে সম্ভব হইল?নাকি পেপারে ডিকলার দিমুএখানে হাজিরা দেখা হয়.আমার মনে হয় এই ব্যাবসায় স্মভবনা উজ্বল

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।