নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই
বয়স কমেনা
চেহারায় নাই মলিনতার ছাপ
কমনীয়তা????
ক্রম বর্ধমান
বলুন তো কে সেই রূপসী?
বলতে পারলেন না?
পারবেন কিভাবে বলুন? এতো পারলে তো আমার মতো মদন হইতেন।
মুল কাহিনী হইল বাংলাদেশের রাজনীতির হালচাল দেইখা আমার মাথা পুরা গেছে। পত্রিকায় দেখলাম এরশাদ চাচা হাসিনা আপার লগে যাইতাছে। দুইদিন আগে দেখি তারেক মিয়ার লগে হাইসা হাইসা কথা কয়। এখন শুনি খালেদা ম্যাডামের সাথে জোট বান্ধে।
এইডা দেইখা আবার হাসিনা আপা একটু বেতালে কথা কওন শুরু করছে।
এই এরশাদ ছিল স্বৈরাচার, তার বিরুদ্ধে সকল দল আন্দোলন করছে। এখন সেই স্বেরাচারকে কোলে টানার জন্য দুই মহিলার কি প্রচেষ্টা!
সত্যিই তাই... অনেকে বলে রাজনীতির শেষ বলে কিছু নেই। কিন্তু আমি তো এর শুরুটাও খুজে পাচ্ছিনা।
একটা 7 ফুট সাপ যদি তার লেজ থেকে খাওয়া শুরু করে এবং প্রতি মিনিটে একফুট খেতে পারে তাহলে সেই সাপ নিজেকে আস্ত খেয়ে ফেলতে কতক্ষন সময় নিবে?
এই অংকের সমাধান করতে গিয়া আমি মদন হইছি।
কারো কি উত্তর জানা আছে? (আম্মাআআ)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।