আমাদের কথা খুঁজে নিন

   

@ বিষাক্ত ফসল

জন্মোপার থেকে পৃথিবী হয়ে অনন্তে >>> ©www.fazleelahi.com

সৃজনে আগুন ভাসে বাদলের দিনে কেন তারে রেখে দেই আমাদের মনে, কি বলবে যদি বলি কেন এ সৃজন সহসা ব্যথিত হয় সমূহ মনন। এখানে হৃদয় ছিঁড়ে লাঙ্গলের ফলা বিষাক্ত ফসল তোলে ঘৃণাময় গোলা, জেনেছি জীবন তাসের ঘর, তবু পথচলা হীনমন বুনে যায় অশান্ত-বীজতলা। কাগজে কাগজ থাকে কলমটি আনে মান শিশুর ছেলেমী অাঁকন থেকে জীবনের গান, হৃদয়ে হৃদয় ভাসে শব্দের জলে জলে সাধনা-যাতনা কি তা সময় যে দেয় বলে। নমিত সুজন কাঁদে স্বজনের বনে অভদ্র শৃগাল হাসে খেয়ালীর মনে, কি ব্যাথা এখানে নেই এনে দাও পরে সবটুকু গিলে খাবো তোমাদের তরে। 01.08.2006 মদীনা মুনওয়ারা, সৌদি আরব। ছবি কৃতজ্ঞতা ঃ !@!6196

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।