30/09/2005
এইখানে শুয়ে আছে অরুনিমা সেন
দুধের সরের মত ঘন কুয়াশায়
বাতাসে সুবাস বহে-কত পাখি ডাকে
অরুনিমা সেন তবু নিশ্চুপ থাকে,
অনন্ত জীবন যদি পেত অরুনিমা
অনন্তকাল ধরে অভিমানী হত-
ফুলের, ঘাসের গন্ধ গায়ে মেখে নিয়ে
এমনি থাকত শুয়ে মাঠের উপরে;
আমার বুকের উপর অরুনিমা তবু
এক রাতে ক্লান্ত হয়ে চোখ বুঝেছিল,
দেখেছি নিদ্রা আমি তার দুই চোখে
পেঁচার চোখের মত দিনের আলোকে
এমনই সুবাস ছিল নিঃশ্বাস জুড়ে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।