আমাদের কথা খুঁজে নিন

   

1942 : এ লাভ স্টোরী - 'কুচ না কাহো'

সযতনে খেয়ালী!

আজ সকাল থেকেই আকাশ কাঁদছে। গত কয়েকদিনের চান্দি ফাঁটানো গরমে পাগল হয়ে যাবার যোগার। গত পরশু থেকে গরমের খানিকটা ছাড়। কাল বিকেলে, নীড়ে ফেরা পাখির মতো ঘরে ফেরার সময় ট্রাম থেকে খেয়াল করলাম আকাশে মেঘ করেছে, কালো কালো মেঘ গুলো একে একে ঘণীভুত হচ্ছে, পাঁয়তারা করছে পৃথিবীর বুকে আছড়ে পড়ার। অবশেষে, আজ ভোর রাতের দিকে শুরু হয়েছে চুড়ান্ত বর্ষণ। সে কি বারি ধারা... এতোদিনের গরম, অশান্তি সব যেনো এক নিমিষেই ধুয়ে নিয়ে যাবে। গায়ে ফোঁটা ফোঁটা বৃষ্টির অদ্ভুত রকমের ভালো লাগা ছোঁয়া নিতে গিয়ে হঠাৎ মনে হলো এই গানটার কথা। ভিজে যাওয়া মাথার চুলে উলটো দিকে হাত চালিয়ে বসে গেলাম গানটা শুনতে..... আমার মতো বোহেমিয়ান ও মজে গেছি! [link|http://www.dishant.com/sharemailsong.php?songid=2520&sender=D+g&guestname=Dhushor| KyP bv Kv

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।